বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬


অসহায়দের মুখে হাসি ফোটানো অন্যতম পূণ্যের কাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইমাম সমাজ বাংলাদেশের উদ্যোগে নীলফামারী জেলার ডিমলা, ডোমার ও জলঢাকা থানাধীন বেশ কিছু এলাকার অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র, কম্বল, মাদুর ইত্যাদি বিতরণ করা হয়েছে।

দেশের বৃহত্তর ইমামদের অরাজনৈতিক সংগঠন ইমাম সমাজ বাংলাদেশের মহাসচিব মুফতি মিনহাজ উদ্দিন এর নেতৃত্বে এ কর্মসূচি বাস্তবায়িত হয়।

কর্মসূচি পূর্ব সমাবেশে তিনি বলেন, দেশের সকল সম্পদশালীদের উচিত তাদের সম্পদের উল্লেখযোগ্য একটি অংশ দরিদ্র অসহায় মানুষের কল্যাণে ব্যয় করা।

মুফতি মিনহাজ উদ্দিন বলেন, গরিবের মুখে হাসি ফোটানো অন্যতম একটি নেকি ও পূণ্যের কাজ। এতে মহান আল্লাহ খুব সন্তুষ্ট হন এবং তাঁর রহমত নাযিল করেন।

উক্ত শীত বস্ত্র বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, নির্বাহী সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা শহিদুল আনোয়ার সাদী মাওলানা শামসুল হক ওসমানী, মাওলানা হাফেজ হারুন, হাজী তাজউদ্দীন, হাজী যাইনুদ্দিন, মুহাম্মদ জুনায়েদ ও মোহাম্মদ ফিরোজ প্রমুখ।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ