শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
পটিয়ার ইতিহাসে মানুষ গড়ার শ্রেষ্ঠ কারিগর ছিলেন তিনি আজ জমিয়তের কাউন্সিল, কী পরিবর্তন আসছে নেতৃত্বে? মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’

মা-বাবা যা করে বাচ্চাদের উপর তারই আসর পরে: মুফতি তাওকির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হুসাইন আহমাদ খান ।।

আমরা ওমরাহ করতে গিয়েছিলাম। সাথে আমার ছেলেও ছিলো। সেখানে মসজিদে নববিতে আমার ছেলে আবদুল্লাহ ইমামের পেছনে মুকাব্বিরদের দেখতে পায় যে, তারা ইমামের অনুসরণ করছে। ইমাম ‘আল্লাহু আকবার’ বললে তারাও ‘আল্লাহু আকবার’ বলছে।তো এখান থেকে তারও ইচ্ছা জাগে যে, সে মুকাব্বির হবে। সে বাড়িতে এসে মুকাব্বিরের এ্যাকটিং করতে থাকে।

কোত্থেকে এই আগ্রহ জন্মলো তার মাঝে? সে শুধু দেখেছে আর করতে শুরু করেছে। সে গিয়ে ওই জায়গার বরকত হাসিল করেছে। এতে তার মধ্যে প্রভাব সৃষ্টি হয়েছে।

সে সময় কেউ যদি তাকে জিজ্ঞেস করতো, বড় হয়ে তুমি কী হবে? উত্তরে সে বলতো, আমি মসজিদে নববির ইমাম হবো। অথচ তার বয়স মাত্র ৩ বছর।

তার মাঝে আগ্রহ সৃষ্টি হয়ে গেছে। এটা পরিবেশের প্রভাবে হয়েছে। আমাদের বলতে হয়নি।

একইভাবে বাড়ির পরিবেশের প্রভার বাচ্চাদের উপর পড়ে থাকে। আপনি যদি সিনেমা-নাটক দেখেন তাহলে বাচ্চাও দেখবে। আপনি অশ্লীল জিনিস দেখলে সেও তাই দেখবে এবং এটাই শিখবে।

আল্লাহ এসব দেখতে তাকেও নিষেধ করেছেন, আপনাকেও করেছেন। যেটা খারাপ সেটা সকলের জন্যই খারাপ। যেটা বড়রা দেখে সেটা থেকে বাচ্চাদের কেন নিষেধ করেন? আসলে তো বড়রা দেখে আর ছোটরা শুধু তাদের ফলো করে এবং সেভাবেই বেড়ে উঠে।

আমরা কীভাবে চাইতে পারি যে, আমরা শয়তানের মতো চলাফেরা করবো আর আমাদের সন্তানরা ফেরেশতা হবে? এটা তো অসম্ভব!

বাড়ির পরিবেশ ভালো করুন। বরকত আসবে। সন্তানরাও নেক ও ভালো হবে।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ