শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
তাঁকে মনে করতাম বাংলাদেশের আলী মিয়া নদভী ‘হেফাজতে ইসলাম নারী বিদ্বেষী নয়, নারী অধিকারে বিশ্বাসী’ আলেম-উলামার মতামত ছাড়া কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন হবে না: এনায়েতুল্লাহ আব্বাসী আলমডাঙ্গায় 'ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহ) : জীবন ও কর্ম' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নারী কমিশনের কিছু সুপারিশ মোটেও সমর্থনযোগ্য নয়: জামায়াত আমির নারী বিষয়ক প্রস্তাবনা বাতিল করতে হবে : হাবিবুল্লাহ মিয়াজি হেফাজতের মহাসমাবেশে কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক আল্লামা সুলতান যওকের জানাজায় অংশগ্রহণকারীদের জন্য জরুরি নির্দেশিকা নারী কমিশন বাতিলসহ যে চার দাবিতে হেফাজতের মহাসমাবেশ

ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন আজ। রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সকাল সাড়ে ১০টায় সম্মেলন উদ্বোধন করবেন ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দীর্ঘ সাড়ে চার বছর পর হতে যাওয়া ছাত্রলীগের এ সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে সকল আয়োজন সম্পন্ন হয়েছে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনায় থাকবেন বর্তমান কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

ছাত্রলীগের দেওয়া তথ্য অনুযায়ী, এবার সংগঠনের দুই শীর্ষ পদ সভাপতি এবং সাধারণ সম্পাদক পদের জন্য ২৫৫ জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। এর মধ্যে সভাপতি পদের জন্য ৯৬ জন ও সাধারণ সম্পাদক পদের জন্য ১৫৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত ১ ডিসেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও সংগ্রহ করা হয়।

প্রসঙ্গত, ২০১৮ সালের মে মাসে ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন হয়। ওই বছরের জুলাইয়ে ছাত্রলীগের সভাপতি পদে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক পদে গোলাম রাব্বানী দায়িত্ব পান। পরবর্তীতে বিতর্কিত কর্মকাণ্ডের ফলে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিলে এ পদে আসেন আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য আসেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ