বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি পল্টনে কুরআন শিক্ষা বোর্ডের কার্যকরী সদর দফতর উদ্বোধন পরিবারের ১০ সদস্য হারিয়ে বললেন- ‘আমিও যদি সুখী কাফেলায় শরিক হতাম!’

‘দুর্যোগে মৃত্যু ঝুঁকি হ্রাসে বাংলাদেশ রোল মডেল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দুর্যোগে মৃত্যু ঝুঁকি হ্রাসে বাংলাদেশ রোল মডেল বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

তিনি বলেছেন, বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনার ঝুঁকি কমাতে আগাম সতর্কবার্তা এবং প্রস্তুতি গ্রহণ করা হয়। ফলে মৃত্যু ঝুঁকি শূন্যতে নেমে আসায় দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বিশ্বের কাছে রোল মডেল।

আজ বুধবার (২৩ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মিলনায়তনে ভূগোল ও পরিবেশ বিভাগের আয়োজনে ‘বাংলাদেশে দুর্যোগের ঝুঁকি হ্রাস ও প্রশমনে আগাম সতর্কবার্তা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

ডা. মো. এনামুর রহমান বলেন, দুর্যোগের আগাম সতর্কবার্তা গ্রহণের কারণে আমরা অনেক সফলতা অর্জন করেছি। আমাদের দেশে দুর্যোগ লাঘবের ক্ষেত্রে নারী সেচ্ছাসেবীরা যে ভূমিকা পালন করে যাচ্ছেন, তা খুবই প্রশংসনীয়। বর্তমানে উপকূলীয় এলাকায় সিপিপির ৭৬ হাজারের বেশি স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন, যার অর্ধেকই নারী। ফলে উপকূলীয় এলাকায় নারীদের মধ্যে দুর্যোগের আগাম প্রস্তুতি তুলনামূলক অনেক বেড়েছে। এছাড়া নিরাপদ আশ্রয়গ্রহণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় করণীয় সম্পর্কে সচেতনতাও লক্ষণীয় হারে বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, দুর্যোগে আগাম সতর্কবার্তা ও জীবন রক্ষাকারী সেবা দেওয়ায় নারীদের অংশগ্রহণ বেড়েছে। সে কারণে ঘূর্ণিঝড়ে নারীদের মৃত্যুর হার কমেছে। ১৯৭০ সালে ঘূর্ণিঝড়ে নারী-পুরুষ মৃত্যুর অনুপাত ছিল ১৪:১, ১৯৯১ সালে ৫:১, ২০১৭ সালে ২:১ এবং বর্তমানে এ অনুপাত ১:১। এ সবকিছুই সম্ভব হয়েছে আমাদের প্রধানমন্ত্রীসহ দেশের মানুষের ঐকান্তিক প্রচেষ্টায়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ