বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬


কুমিল্লায় প্রাইভেট কার খাদে পড়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লার ইলিয়টগঞ্জে প্রাইভেট কার খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন।

রোববার সকাল ৭টার দিকে মহাসড়কের কুটুম্বপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন- ফেনী সদর উপজেলার বনানীপাড়া এলাকার ফরাজী মঞ্জিলের বাসিন্দা গিয়াস উদ্দিন মাহমুদ ফরাজী (৫২), তার স্ত্রী জাহানারা আক্তার (৪৮) ও তার শ্যালিকা সালমা আক্তার নাজমা (৪৫)।

তথ্যটি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ প্রেমধন মজুমদার।

স্থানীয়দের বরাতে তিনি জানান, গিয়াস উদ্দিন মাহমুদ প্রাইভেট কারটি নিজেই চালিয়ে ঢাকা থেকে ফেনীতে তার বাড়ি যাচ্ছিলেন। দ্রুত গতির কারণে পথে এটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি খাদে পড়ে যায়। এতে কারে থাকা তিনজনই নিহত হন। দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার ও মরদেহ তিনটি ফাঁড়িতে রাখা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ