বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬


খাগড়াছড়ি ওলামা ঐক্য পরিষদের পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

খাগড়াছড়ি কওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ মানিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে ঈদ পূর্ণমিলনী, আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১জুলাই) বিকাল ৫টায় উপজেলা টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুহা. জয়নাল আবেদীন।

উপজেলা সভাপতি মাওলানা ফজলুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা ইব্রাহিম খলিল ফরিদীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মুহা. মাঈন উদ্দিন, পরিষদের উপদেষ্টা মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী, মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর, প্রধান আলোচক পরিষদের জেলা সভাপতি মাওলানা কারী ওসমান গনি, বিশেষ বক্তা সেক্রেটারি মাওলানা মুফতি রবিউল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক ক্বারী নাসির উদ্দিন, পানছড়ি উপজেলা সেক্রেটারি মাওলানা সাব্বির মাহমুদ প্রমূখ।

সভায় বক্তাগণ বলেন, আমাদের সমাজের রন্ধে রন্ধে চুরি-ডাকাতি,খুন -ধর্ষণসহ অনৈসলামিক কার্যকলাপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সমাজকে কলুষমুক্ত করতে সকলকে এগিয়ে আসতে হবে। খাগড়াছড়ি কওমি মাদ্রাসা ও ওলামাঐক্য পরিষদ আদর্শ সমাজ বিনির্মাণে আল্লাহর আইন- কানুন ও মহানবী সা. এর সুন্নাহর আলোকে অগ্রণী ভূমিকা পালন করছে।

পরে অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে ইসলামী সংগীত পরিবেশন করেন- চট্টগ্রাম আল মদিনা শিল্পী গোষ্ঠীর প্রধান পরিচালক মাওলানা আফসার উদ্দিন আল-আজাদ, নবজাগরণ শিল্পী গোষ্ঠীর পরিচালক মাওলানা আলমগীর বিন কবির, সচেতন সাংস্কৃতিক ফোরামের পরিচালক মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ, জহির উদ্দিন বিন সুরুজ, মুফতি মঈন উদ্দিন, আশরাফুল ইসলাম প্রমূখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ