বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬


বন্যায় ক্ষতিগ্রস্থদের ঈদ সামগ্রী বিতরণ করল বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন: ‘বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’ এর পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল ১০টায় বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সহায়তায় সিলেট বিভাগ ও হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা তাজপুর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে প্রায় ১০০টি পরিবারের হাতে ঈদ (উপহার) সামগ্রী তুলে দেওয়া হয়।

এর আগের দিন বুধবার সিলেট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং হবিগঞ্জ কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা পরিবার সহ বন্যার্তদের (২০০ পরিবার) মাঝেও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন, বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক হামিদা ইসলাম।

এ ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এবিএম সুলতান আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় সদ্য সাবেক প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাক, সিলেট মহানগরের সাবেক কমান্ডার শ্রী ভবতোষ বর্মণ, বাংলাদেশ আওয়ামী লীগ সহ-সভাপতি ও সাবেক ডেপুটি কমিশনার মো. আব্দুল খালেক মিয়া সহ গন্যমাণ্য ব্যক্তিবর্গ।

উপস্থিত ছিলেন, বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর কেন্দ্রীয় কমিটির আহবায়ক মো. মিজানুর রহমান, বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জামিল আহমেদ রাজু, কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক হামিদা ইসলাম, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মো. ইয়াসিন, কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. হারুনুর রশিদ, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. রিপন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সিলেট বিভাগের আহবায়ক আব্দুল্লাহ, সদস্য সচিব অব. সার্জেন্ট (বাংলাদেশ সেনাবাহিনী) আবুল হোসেন, সিলেট জেলা আহবায়ক নাছিম খান, যুগ্ম আহবায়ক শহিদ, যুগ্ম আহবায়ক আব্দুল কাদির, যুগ্ন আহবায়ক পিজুস চন্দ্র তালুকদার, সদস্য সচিব নিকলেস চন্দ্র দাস বিজয়, মহানগর সদস্য সচিব কমলেশ দাস, আমজাদ হোসেন, হালিমা আক্তার প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর