বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬


জাহান্নামীদেরকে জাহান্নামে যেভাবে রাখা হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের

হজরত সুওয়ায়দ বিন গাফালা রাজিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, ‘যখন আল্লাহ তায়ালা জাহান্নামবাসীদের কথা ভুলে যেতে চাইবেন, তখন তারা একে অপর থেকে নিজেদের দোষমুক্ত দাবি করবে।

একে অপরকে অভিশাপ করবে। তারপর তাদের প্রত্যেককে তার শরীরের গঠন অনুযায়ী একটি আগুনের বাক্সে রাখা হবে। তাদের শরীরের প্রতিটি শিরাতে আগুনের পেরেক থাকবে। তারপর উক্ত বাক্সটিকে আগুনের তালা দ্বারা তালাবদ্ধ করে দেওয়া হবে।

তারপর উক্ত বাক্সকে আগুনের অন্য আরেকটি বাক্সে রাখা হবে। অতপর এটিকেও আগুনের তালা দ্বারা তালাবদ্ধ করে দেওয়া হবে। এবং উভয়টিতে আগুন ভরে দেওয়া হবে।

তারপর উক্ত বাক্সকে আগুনের অন্য আরেকটি বাক্সে রেখে আগুনের তারা দ্বারা এটিকেও তালাবদ্ধ করে দেওয়া হবে। এবং উভয়টিতে আগুন ভরে দেওয়া হবে। তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অতপর তাদের প্রত্যেকের এমন মনে হবে যে, সে ছাড়া জাহান্নামে আর কোন মানুষ নেই।

তারপর উক্ত বর্ণনার সমর্থনে হুজুর সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লাম পবিত্র কুরআনুল কারীমের لَهُمْ مِنْ فَوْقِهِمْ ظُلَلٌ مِنَ النَّارِ وَمِنْ تَحْتِهِمْ ظُلَلٌ (তাদের জন্য উপর দিক এবং নীচের দিক থেকে আগুনের মেঘমালা থাকবে। সুরা জুমার: আয়াত—১৬)
এই আয়াতটি তিলাওয়াত করেন’। সুত্র: সিফাতুন নার

-এটি


সম্পর্কিত খবর