বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬


বারিধারা মাদরাসার সবক শুরু হচ্ছে ১২ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: রাজধানীর ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার সবক শুরু হচ্ছে আগামী ১২ সেপ্টেম্বর। এ বিষয়ে মাদরাসার নিজস্ব প্যাডে এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা মাসউদ আহমদ স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তির সত্যতা নিশ্চিত করেছে আওয়ার ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এতদ্বারা জামিয়া মাদানিয়া বারিধারা ঢাকা-এ ২০২১/২২ ইং শিক্ষাবর্ষে ভর্তি সম্পন্ন হওয়া ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১১/০৯/২০২১ ইং শনিবার মাদরাসার সকল বিভাগ খোলা হয়ে কিতাব বিতরণ ও সীট বন্টন হবে। এবং আগামী ১২ই সেপ্টেম্বর ২১ ইং (রোববার) ইফতেতাহী সবক অনুষ্ঠিত হবে।’

 

May be an image of ‎text that says '‎জামিয়া মাদানিয়া রোক-১ নামিলানা মালাসিক ঢাক১২১২ ክ৮ክ০০২২ ابعلادن جعهَاارا بیشن أبتغلاد আকশ Instirution SocICty Bangladesh J.”da 9890022 তারিখ: ০৭/০৯/২০২১ এ'লান এতদ্বারা জামিয়া মাদানিয়া বারিধারা ঢাকা -এ ২০২১/২২ইং শিক্ষাবর্ষে ভর্তি সম্পন্ন হওয়া ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী /২০২১ইং শনিবার মাদরাসার সকল বিভাগ খোলা হবে এবং কিতাব বিতরণ সীট বন্টন হবে। ১২/০৯/২০২১ইং রবিবার ইফতেতাহী সবক অনুষ্ঠিত হবে। অতএব ১০/০৯/২০২১ইং শুক্রবার মাগরিবের পূর্বেই সকল ছাত্রদেরকে মাদরাসায় উপস্থিত হওয়ার নির্দেশ দেয়া যাচ্ছে। আল-মুলিন ams തുർന (মাওলানা মাসউদ আহমদ) ভারপ্রাপ্ত মুহতামিম জামিয়া মাদানিয়া বারিধারা‎'‎

বিজ্ঞপ্তিতে আগামী ১০ সেপ্টেম্বর (শুক্রবার) মাগরিবের পূর্বে সকল ছাত্রকে মাদরাসায় উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ