রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৯ শাওয়াল ১৪৪৬


হেলথ অ্যাপ আনছে গুগল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হেলথ কেয়ার অ্যাপ আনছে সার্চ ইঞ্জিন গুগল। এই অ্যাপের সাহায্যে আপনার সমস্ত মেডিক্যাল রেকর্ডস এক জায়গায় নিয়ে আসা যাবে।

৯১ মোবাইলস ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, ইতোমধ্যে গুগল হেলথ অ্যাপ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে।

টিপস্টার ইশান আগরওয়াল টুইটারে এই অ্যাপের স্ক্রিনশট শেয়ার করেছেন। বিভিন্ন হেলথ কেয়ার প্রোভাইডারের কাছ থেকে এই অ্যাপে চিকিৎসার নথি নেওয়া যাবে।

ইশান আগরওয়ালের পোস্ট করা স্ক্রিনশটে লেখা রয়েছে, 'আপনার সব ডাক্তার ভিজিটকে একই জায়গায় একত্রিত করে চিকিৎসা সংক্রান্ত সব তথ্য দেখে নিন। আপনার সব চিকিৎসা সংক্রান্ত অ্যাকাউন্টও লিঙ্ক করুন।'

এছাড়াও, নতুন গুগল হেলথ অ্যাপের মাধ্যমে চিকিৎসা সংক্রান্ত তথ্য বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে শেয়ার করা যাবে। পাশাপাশিই আবার সব অ্যাকাউন্ট থেকে আপনার চিকিৎসা সংক্রান্ত নথি এক জায়গায় করার জন্য প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। এই এপিআই তৈরি করতে পারে গুগল।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ