রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৯ শাওয়াল ১৪৪৬


হারানো ফোন থেকে গুগল অ্যাকাউন্ট ডিলিট করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এখন প্রায় সব স্মার্টফোনেই গুগল অ্যাকাউন্ট লগ-ইন করা থাকে। এতে ব্যবহারকারীর বহু ব্যক্তিগত তথ্য থাকে। কোনো কারণে স্মার্টফোন হারিয়ে গেলে সব তথ্যই অন্যের নিয়ন্ত্রণে থাকার ঝুঁকি থেকে যায়।

অনেকেই বলেন, হারিয়ে যাওয়া স্মার্টফোনে লগ-ইন হওয়া গুগল অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া উচিত। কিন্তু কীভাবে?

কীভাবে হারিয়ে যাওয়া স্মার্টফোন থেকে লগ-ইন করে রাখা গুগল অ্যাকাউন্ট ডিলিট করবেন-

এ জন্য যে কোনো স্মার্টফোনের ব্রাউজার থেকে গুগল ইন্টারফেস ওপেন করুন। তারপর হারানো স্মার্টফোনের লগ-ইন থাকা অ্যাকাউন্টটি লগ-ইন করুন। এরপর ডান দিক প্রোফাইল ছবি সিলেক্ট করুন এবং ‘ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট’ সিলেক্ট করুন।

এবার ‘সিকিউরিটি’ ট্যাব ওপেন করুন এবং ‘ইওর ডিভাইস’ সেকশন থেকে ‘ম্যানেজ ডিভাইস’ অপশন সিলেক্ট করুন। তারপর হারানো ডিভাইসটি তালিকায় সিলেক্ট করুন। এরপর ‘লগ-আউট’ সিলেক্ট করুন।

সবশেষে পপ-আপ মেসেজ ‘কনফার্ম’ করুন। ব্যাস, এর মাধ্যমে আপনার হারানো স্মার্টফোনে লগ-ইন হওয়া অ্যাকাউন্টটি লগ-আউট হয়ে যাবে।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ