বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


ঘরে বসে বানিয়ে ফেলুন মজাদার মিল্ক কেক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সারিব সুইজা: মিষ্টিজাতীয় খাবার খেতে অনেকে পছন্দ করেন। আর সেটা যদি দুধ দিয়ে তৈরি করা যায়, তাহলে তো কথাই নেই। আজ আমরা জানাব, কীভাবে সহজে মজাদার মিল্ক কেক তৈরি করবেন।  চলুন, দেখে নিই কীভাবে মিল্ক কেক তৈরি করবেন—

উপকরণ: ১. ২৫ গ্রাম বাটার
২. দুটি ডিম
৩. আধা কাপ চিনি
৪. স্বাদমতো লবণ
৫. আধা কাপ ইউএইচটি দুধ
৬. এক কাপ ময়দা
৭. এক চা চামচ ভ্যানিলা এসেন্স
৮. পরিমাণমতো হুইপ ক্রিম পাউডার
৯. এক কাপ পাস্তুরিত দুধ
১০. চার টেবিল চামচ কনডেন্স মিল্ক
১১. সামান্য পরিমাণ জাফরান

প্রস্তুত প্রণালি: প্রথমে একটি পাত্রে ডিম ফেটে নিয়ে ভালোভাবে বিট করুন। আরেকটি পাত্রে বাটার, চিনি, লবণ, ইউএইচটি দুধ, ময়দা, ভ্যানিলা এসেন্স, বিট করা ডিম দিয়ে ভালোভাবে মাখিয়ে পাত্রে ঢেলে ওভেনে ১৮০ সেন্টিগ্রেডে ৩৫ মিনিট বেক করুন। আরেকটি পাত্রে ক্রিম পাউডার ও ইউএইচটি দুধ দিয়ে ভালোভাবে বিট করে ফ্রিজে রাখুন।

ফ্রাইপ্যানে পাস্তুরিত দুধ, কনডেন্স মিল্ক, চিনি, লবণ ও জাফরান দিয়ে রান্না করে নামিয়ে ফ্রিজে রাখুন। সবশেষে ফ্রিজ থেকে বের করে কেকের উপরে কেক ক্রিম, রান্না করা দুধ দিয়ে পরিবেশন করুন মজাদার মিল্ক কেক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ