শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
এবার চা বাগানে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব গাজায় ত্রাণ বহনকারী জাহাজে ইসরায়েলের হামলা কাশ্মীর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা : দ্য এক্সপ্রেস ট্রিবিউন নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী: হেফাজতে ইসলাম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ হেফাজতের মহাসমাবেশ সফল করতে সাভারে মোটর সাইকেল শোডাউন গুম হওয়া মুফতি শাইখুল ইসলামের সন্ধান চায় তার পরিবার ‘দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের অবস্থান এক হওয়া উচিত’

আলেম-ওলামাদের নিয়ে শেরপুর জেলা পুলিশের শান্তি সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

‘সন্ত্রাসের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে মমতা, জঙ্গীবাদের বিরুদ্ধে জনার্দন’ এ শ্লোগানে শেরপুর জেলা পুলিশের তরফ থেকে এক বিশাল শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে পুলিশ লাইন্স মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রায় দুই হাজার আলেম-ওলামা, ইমাম, মুয়াজ্জিন, মাদরাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সমাবেশের সার্বিক সহযোগিতায় ছিল জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম।

পবিত্র ধর্মগ্রন্থ পাঠের পর ভিন্নধর্মী এ আয়োজন শুরু হয় জেলার ইদ্রিসিয়া কামিল মাদরাসার আলিম প্রথম বর্ষের ছাত্র মোসাদ্দেকের দেশাত্ববোধক গান দিয়ে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূঞা। অনুষ্ঠানের সভাপতি পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম স্বাগত বক্তব্য রাখেন।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর সদর উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, সদর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অ্যাড.মোখলেছুর রহমান্ আকন্দ, শেরপুর সরকারী ভিক্টোরিয়া একাডেমীর প্রধান শিক্ষক মো. রেজুয়ান, ইদ্রিসিয়া মাদরাসার অধ্যক্ষ মৌলানা ফজলুর রহমান।

কমিউিনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর সদরের সাধারন সম্পাদক ফখরুল মজিদ খোকন, নালিতাবাড়ীর বিল্লাল হোসেন চৌধুরী, শ্রীবরদীর মোহাম্মদ আলী লাল, ঝিনাইগাতীর বেলায়েত হোসেন প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূঞা বলেন, বেশ কয়েক বছর আগে ইভটিজিং এর কারণে অনেকে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ পদক্ষেপে ইতোমধ্যে ইভটিজিং প্রায় বন্ধ হয়ে গেছে। এখন মেয়েরা নিশ্চিন্তে স্কুলে যেতে পারে। এখন প্রধানমন্ত্রী মাদক, জঙ্গীবাদ ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন। তাই এসব নজরে আসার সাথে সাথে পুলিশকে জানাতে হবে। কেউ ছাড় পাবে না।

পরে অতিরিক্ত ডিআইজি উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান। শপথে বলা হয় “মাদক নেব না, সন্ত্রাস জঙ্গীবাদে জড়াবো না, বাল্য বিয়ে করবো না, মানবো না, সইবো না। নিজে ভাল থাকবো। সমাজকে ভাল রাখতে সচেষ্ট হবো।”

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ