শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
এবার চা বাগানে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব গাজায় ত্রাণ বহনকারী জাহাজে ইসরায়েলের হামলা কাশ্মীর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা : দ্য এক্সপ্রেস ট্রিবিউন নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী: হেফাজতে ইসলাম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ হেফাজতের মহাসমাবেশ সফল করতে সাভারে মোটর সাইকেল শোডাউন গুম হওয়া মুফতি শাইখুল ইসলামের সন্ধান চায় তার পরিবার ‘দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের অবস্থান এক হওয়া উচিত’

দারুল উলুম দেওবন্দের মজলিসে শুরার বৈঠক মঙ্গলবার থেকে শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল্লাহ আশরাফী
দেওবন্দ থেকে

উপমহাদেশের অন্যতম দীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের সর্বোচ্চ ক্ষমতাধর মজলিসে শুরার তিন দিনব্যাপী বৈঠক আগামী ২২ অক্টোবর (মঙ্গলবার) থেকে শুরু হবে।

নিভর্রযোগ্য সূত্রে জানা গেছে, সাধারণত দুই দিনব্যাপী হওয়া মজলিসে শুরার বৈঠক এবারই প্রথম তিনদিন ব্যাপী হবে। বৈঠকে দারুল উলুম দেওবন্দের প্রশাসনিক, তালিম এবং তামীরের (নির্মান) সংক্রান্ত আলোচনা ছাড়াও বাবরী মসজিদের রায় নিয়ে দারুল উলুম কি ভূমিকা রাখবে সেটা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।

তাছাড়া এবারের শুরা মজলিসে বাৎসরিক বাজেট সম্পর্কে আলোচনা হবে এবং পূর্বের বাজেটের চেয়ে এবারের বাজেটে এক কোটি রুপী বৃদ্ধি করা হবে এবং বাজেট অনুযায়ী সমস্ত আসাতেজা, মুলাযীম এবং কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হবে বলে জানা গেছে।

দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানীর নেতৃত্বে এবারের বাজেট আলোচনা প্রক্রিয়াধীন। তবে এই বাজেটে কত রুপী বৃদ্ধি পাবে, আসাতেযা, মুলাযীমিন এবং কর্মচারীদের বেতনে কত করে বৃদ্ধি পাবে সে বিষয়ে সিদ্ধান্ত শুরার সদস্যগন নিবেন।

মুফতি আবুল কাসেম নোমানী বলেন, ‘মজলিসে শুরার মিটিংয়ের পুর্বে এবিষয়ে কিছুই বলা যাচ্ছে না’।

উল্লেখ্য, বিগত কয়েক বছর যাবৎ দারুল উলুম দেওবন্দের বাৎসরিক বাজেট ছিলো ৩৫ কোটি রুপি। যার পরিমান বেড়ে এবছর ৩৬ কোটি রুপি হবে বলে জানা গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ