বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬


চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চার জেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৬ জন নিহত হয়েছে। এর মধ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রাইভেটকার খাদে পড়ে চালকসহ অগ্রণী ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে খবর পাওয়া গেছে।

পুলিশ জানায়, ব্যাংক কর্মকর্তা ইমারত হোসেন বেলকুচির শ্বশুড়বাড়ি থেকে প্রাইভেটকার যোগে ফরিদপুরে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। হরিণচড়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়িটি। এতে ঘটনাস্থলেই ইমারত হোসেন মারা যান।

আহত চালক রুবেল হোসেনের মৃত্যু হয় হাসপাতালে। এদিকে লক্ষ্মীপুরের মুন্সিরহাটে দুপুরে দুই মোটরসাইকেলের সংর্ঘষে গামেন্টস শ্রমিক আবুল বাসার নিহত ও আরো দুইজন আহত হয়েছেন।

এছাড়া ভোলার বোরহাউদ্দিনে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছে এবং মাদারীপুরের কালকিনিতে সেতুতে ওঠার সময় ভ্যান উল্টে সুমাইয়া নামে এক শিশু মারা গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ