আওয়ার ইসলাম: রাজধানীর শাহবাগে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে একটি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, পেট্রোল বোমাটি কিভাবে সেখানে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে।
আজ বৃহস্পতিবার (৬ জুন) ভোরে ওই পেট্রোল বোমাটি উদ্ধার করা হয় বলে জানান শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।
তিনি গণমাধ্যমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের রেজিস্ট্রার কক্ষের সামনে থেকে ওই পেট্রোল বোমাটি উদ্ধার করা হয়। বোমাটি কিভাবে সেখানে গেল বা কে রাখল, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে পুলিশ মাঠে নেমেছে বলে জানান ওসি।
এমডব্লিউ/