বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :

ঈদযাত্রায় কোনো গাড়ি থামাবে না পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈদযাত্রায় সড়ক-মহাসড়কে কোনো গাড়ি থামাবে না বলে জানিয়েছেন পুলিশ। কাগজপত্র দেখার প্রয়োজনে নির্দিষ্ট কোনো গাড়ি থামাতে হলে আগে থেকেই সংশ্লিষ্ট এলাকার পুলিশ সুপারের অনুমতি নিতে হবে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঈদে যান চলাচল স্বাভাবিক রাখতেই হাইওয়ে পুলিশকে লিখিতভাবে এমন একটি নির্দেশনা দেওয়া হয়েছে বলে।

হাইওয়ে পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আতিকুল ইসলাম জানান, ঈদযাত্রায় সড়ক পথে গাড়ি থামালে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এছাড়া ঈদের আগে পুলিশের গাড়ি থামানো নিয়ে নানা অভিযোগ রয়েছে। এ পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সঙ্গে তিনি জানান, পুলিশ মহাসড়কে কোনো গাড়ির কাগজপত্র দেখার নামে থামাবে না। তবে নির্দিষ্ট করে কোনো গাড়ির ব্যাপারে অপরাধ সংক্রান্ত কোনো তথ্য আগে থাকলে সেটি ভিন্ন ব্যাপার।

সূত্র জানায়, সড়কে গাড়ি থামিয়ে কাগজপত্র চেক করার প্রয়োজন পড়লে আগেই ওই এলাকার সংশ্লিষ্ট পুলিশ সুপারের অনুমতি নিতে হবে। এরপর গাড়ি থামানো যাবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ