বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :

আরব বিশ্বকে এক হতে বললেন বাদশাহ সালমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব কমাতে প্রতিদ্বন্দ্বী সৌদি আবর সক্রিয় হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বৃদ্ধির পর মার্কিন মিত্র আরব দেশগুলোকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।

দেশটির পবিত্র মক্কায় শুক্রবার শুরু হওয়া আরব দেশগুলোর এক জরুরি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

সৌদি বাদশাহ বলেন, ইরান মধ্যপ্রাচ্যে একের পর এক ‘অপরাধমূলক’ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এভাবে চলতে পারে না, চলতে দেয়া যায় না। দেশটির বিরুদ্ধে আরব দেশগুলোকে একজোট হতে হবে। অন্যথায় সবাই বিপদে পড়বে।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের তেলের স্থাপনায় ইয়েমেনের ইরান সমর্থিত হুথিদের (আনসারুল্লাহ) হামলার ঘটনাকে কেন্দ্র করে জরুরি বৈঠক ডাকেন বাদশাহ সালমান। এ ঘটনায় দেশটি নতুন করে আঞ্চলিক সহিংসতা বাড়ার আশঙ্কা করছে।

এ সম্মেলনে ইরান ছাড়া উপসাগরীয় ও আরব সুন্নি দেশগুলোকে আহ্বান জানানো হয়েছে। তাদেরকে ইরানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে সৌদি আরব। যদিও ইরানের সাথে ঘনিষ্ট সম্পর্ক রাখার কারণে প্রতিবেশি কাতারকে এ সম্মেলনে নিমন্ত্রণ করা হয়নি। আজ শনিবার সম্মেলনের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ