বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :

জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাপানের ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশকে আগামীর দিনের উদীয়মান অর্থনীতি উল্লেখ করে জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাপানে টোকিওতে স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় দেশটির শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন সরকার প্রধান শেখ হাসিনা।

বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যাওয়া ব্যবসায়ী নেতারাও অংশ নেন এ বৈঠকে। আলোচনার শুরুতেই প্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক বাণিজ্যিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন।

তিনি বলেন, ২০১৬ সালে জাপান সফরের পর বাংলাদেশে বিনিয়োগ বেড়েছিল দেশটির। বাংলাদেশের শিল্প অর্থনীতির সম্ভাবনার বিভিন্ন খাতের বর্তমান সাফল্য তুলে ধরেন তিনি। জাপান বাংলাদেশের মধ্যে বর্তমানে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক বিদ্যমান রয়েছে উল্লেখ করে শেখ হাসিনা জাপানের ব্যবসায়ীদের আরো বড় পরিসরে বিনিয়োগের আহ্বান জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ