বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


‘মোদী বাঁশের মতো ফাঁপা, রাহুল আখের মতো মিষ্টি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের দক্ষিণ অংশে নির্বাচনী প্রচারণায় গিয়ে কংগ্রেস নেতা নভজোত সিং সিধু বললেন, মোদী হলেন বাঁশের মতো ফাঁপা আর রাহুল গান্ধী আখের মতো মিষ্টি। মোদীর প্রতিশ্রুতিগুলি বাঁশের মতো। সেগুলি দেখতে লম্বা কিন্তু ভিতর থেকে ফাঁপা। কিন্তু রাহুলের প্রতিশ্রুতিগুলি আখের মতো। ভেতরটাও মিষ্টি, বাইরেটাও।

আজ ভারতীয় গণমাধ্যম এই সময়-র এমনই এক সংবাদ প্রকাশ করে।

গত ৫ বছর দেশের ইতিহাসে সবচেয়ে খারাপ বলে উল্লেখ করে সিধু বলেন, ২ বছর ধরে প্রধানমন্ত্রী শুধু আকাশে উড়ে বেড়ালেন। আজকাল নিজেকে চৌকিদার বলছেন মোদী। কিন্তু এই চৌকিদারকে কি কখনও কোনও কৃষকের সামনে বা গরিব মানুষের ঘরে দেখেছেন? তিনি শুধু আম্বানি ও আদানিদের মতো এক শতাংশ মানুষের স্বার্থ রক্ষা করে চলেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ