শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
এবার চা বাগানে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব গাজায় ত্রাণ বহনকারী জাহাজে ইসরায়েলের হামলা কাশ্মীর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা : দ্য এক্সপ্রেস ট্রিবিউন নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী: হেফাজতে ইসলাম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ হেফাজতের মহাসমাবেশ সফল করতে সাভারে মোটর সাইকেল শোডাউন গুম হওয়া মুফতি শাইখুল ইসলামের সন্ধান চায় তার পরিবার ‘দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের অবস্থান এক হওয়া উচিত’

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিন। এ উপলক্ষে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৭ মার্চ) সকাল ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এসময় মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ এবং আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। পরে দলের সিনিয়র নেতাদের নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

শনিবার সকাল ৯টায় বঙ্গবন্ধুর কবর জেয়ারত করার উদ্দেশ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এদিকে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সকালে টুঙ্গিপাড়া যাবেন। সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে টুঙ্গিপাড়ায় এসে পৌঁছবেন। এর পরপরই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ টুঙ্গিপাড়ায় আসবেন। এ সময় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাবেন।

বিকাল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের বটতলায় জাতীয় শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে ফিরে যাবেন।

১৯২০ সালের এদিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শেখ মুজিবুর রহমান। বাঙালি জাতি ও সমগ্র দেশ মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ