রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


হাটহাজারীর আল্লামা শামসুল সাহেব (নানাহুজুর) আর নেই : জানাযা বাদ এশা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি
হাটহাজারী পৌরসভাস্থ মাদরাসার আবাসিক ভবনের নিজ বাসায় আজ শনিবার ৬ জানুয়ারি সকাল ১০ টার দিকে ইন্তেকাল করেন হাটহাজারী মাদ্রাসার প্রবীণ মুহাদ্দীস আল্লামা শামসুল আলম ৷ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি হাটহাজারীতে 'নানা হুজুর' এবং ঢাকায় 'চাটগামী হুজুর' হিসেবে পরিচিত ছিলেন। 'নানা হুজুর' দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছে ৮১বছর৷

'চাটগামী হুজুর' দীর্ঘ ২৯ বছর লালবাগ মাদরাসায় ও নঁওগা পোরশা মাদরাসায় ১৬ বছর এবং হাটহাজারী মাদরাসায় ২০০৪ থেকে মুহাদ্দিস হিসেবে ইলমে নববির খেদমত আঞ্জাম দিয়ে আসছিলেন।

আজ শনিবার রাত ৯টায় হাটহাজারী মাদ্রাসা ময়দানে এই প্রবীণ আলেমের নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ঘোষণা করা হয়েছে৷

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ