বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি পল্টনে কুরআন শিক্ষা বোর্ডের কার্যকরী সদর দফতর উদ্বোধন পরিবারের ১০ সদস্য হারিয়ে বললেন- ‘আমিও যদি সুখী কাফেলায় শরিক হতাম!’

সিইসির বক্তব্যে গোটা জাতি হতাশ : রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য গোটা জাতিকে হতাশ করেছে বলে মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার সংবাদ সম্মেলনে বলেছেন- সরকার যেভাবে আইন করে দেয় সেভাবেই নির্বাচন কমিশন নির্বাচন করবে।

সেই আইনের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার উদ্যোগ নেবে না ইসি। সিইসি’র এমন বক্তব্য গোটা জাতিকে হতাশ করেছে।

শুক্রবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালায়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, গত ৩১ জুলাই ২০১৭ থেকে সংলাপ শুরু হয়ে ৪৫টি রাজনৈতিক দল, সুশীল সমাজ, গণমাধ্যমের প্রতিনিধি, নির্বাচন পর্যবেক্ষক ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ করেছে নির্বাচন কমিশন। সংলাপে আওয়ামী লীগসহ দু’তিনটি রাজনৈতিক দল ছাড়া সকল দলই নিরপেক্ষ অথবা সহায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন দাবি করেছে।

একই সঙ্গে প্রায় সকল দলই নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে। দীর্ঘ এই সংলাপের পর আগামী নির্বাচন নিয়ে বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্য দিয়েছেন তাতে প্রমাণ হয়-সরকারের দেখানো পথ ছাড়া তিনি হাঁটবেন না।

তিনি বলেন, দীর্ঘ এই সংলাপের পর আগামী নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্য দিয়েছেন তাতে প্রমান হয়-সরকারের দেখানো পথ ছাড়া তিনি হাঁটবেন না। একটি অবাধ, সুষ্ঠু ও সবার নিকট গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ইসি যেসব পদক্ষেপ নিতে পারে তা তার বক্তব্যে ফুটে ওঠেনি।

তবু আমরা আশা করবো সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংলাপে যেসব প্রস্তাবনা উঠে এসেছে সেটির যথাযথ বাস্তবায়ন করবে ইসি। সংলাপের প্রস্তাবনাগুলোর বাস্তবায়ন করতে হলে নিরপেক্ষ বা সহায়ক সরকার এবং সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ অবশ্যই প্রয়োজন। নির্বাচন কমিশন সেটি নিশ্চিত করতে ভূমিকা রাখতে পারে বলে আশা করেন তিনি।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ