বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :

সমাজের প্রতিটি স্তর থেকে দুর্নীতি দূর করতে হবে : রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
কিশোরগঞ্জ প্রতিনিধি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, দুর্নীতি সমাজের জন্য এক অভিশাপ। একটি ক্ষুদ্র অংশের দুর্নীতির কারণে সংখ্যাগরিষ্ঠ জনগণ বিড়ম্বনার শিকার হবে- এটা হতে পারে না।

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করেতে হলে সমাজের প্রতিটি স্তর থেকে দুর্নীতি দূর করতে হবে। দুর্নীতিকে মনে-প্রাণে ঘৃণা করতে হবে। আর এ জন্য শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।

সোমবার বিকেলে কিশোরগঞ্জের বাজিতপুর কলেজের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীরাই একবিংশ শতাব্দীর প্রতিনিধিত্ব করছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, পুরাতন ধ্যান-ধারণা বাদ দিয়ে শিক্ষার্থীদের সময়োপযোগী ধ্যান-ধারণায় নিজেদের সমৃদ্ধ করতে হবে।

বাজিতপুর কলেজ পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যের মধ্যে বক্তব্য দেন কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহাম্মেদ তৌফিক, নিকলী-বাজিতপুর আসনের এমপি মো.আফজাল হোসেন, কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ