মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


বন্ধ হয়ে গেল দৈনিক সকালের খবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: র‌্যাংগস গ্রুপের পত্রিকা দৈনিক সকালের খবর বন্ধ হয়ে গেছে। ছয় বছর পর বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে পত্রিকাটি বন্ধের ঘোষণা দেন কর্তৃপক্ষ।

সকালের খবরের ভারপ্রাপ্ত সম্পাদক কমলেশ রায় বলেন, আপাতত পত্রিকাটির প্রিন্ট ভার্সন বন্ধ থাকবে। তবে অনলাইন চালু থাকবে। র‌্যাংগস গ্রুপের প্রতিনিধিরা তেজগাঁওয়ের কার্যালয়ে এসে পত্রিকাটি বন্ধের ঘোষণা দেন।

কমলেশ রায় জানান, ওয়েজ বোর্ডের নিয়ম-কানুন মেনে সংবাদকর্মীদের দেনা-পাওনা মিটিয়ে দেয়া হবে। ২০১১ সালের ২২ মে পত্রিকাটি প্রকাশনা শুরু করেছি।

শুরুতে বেশ হাকডাক করে নামলেও যোগ্য সম্পাদকের অভাবে সুবিধা করতে পারেনি দৈনিকটি। বছর খানেক ভালো চললেও ধস নামতে শুরু করে। শেষ পর্যন্ত এটি বন্ধই হয়ে গেল।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ