মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


পুলিশি বাধায় শেষ হলো ইসলামী আন্দোলনের মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশের পূর্বঘোষিত কর্মসূচি সকাল ১০টায় শুরু হয়ে সাড়ে ১২টায় শেষ হয়েছে। তবে দূতাবাস ঘেরাও করতে পারেননি নেতাকর্মীরা।

জানা যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীমের নেতৃত্বে সকাল সাড়ে ১১ টায় মিছিল নিয়ে মিয়ানমার দূতাবাস অভিমুখে রওনা দেন। মিছিলটি কাকরাইল-শান্তিনগর পৌঁছলে পুলিশ বাধা দিলে সেখানেই কর্মসূচি শেষ করা হয়।

এর আগে পূর্বঘোষিত কর্মসূচি সফল করতে নেতাকর্মীরা সকাল থেকেই বায়তুল মোকাররমের উত্তরগেটে জড়ো হন। কয়েক হাজার কর্মীকে পল্টন এলাকায় স্লোগান দিতে দিতে জড়ো হতে দেখা যায়।

 

এসময় বক্তারা মিয়ানমারকে হুশিয়ার করে বলেন, মিয়ানমার ও সুচি মানবতার শত্রু। আন্তর্জাতিক শক্তিগুলোকে এদের ব্যাপারে দ্রুত কঠোর সিন্ধান্ত নেয়া দরকার।

 

বক্তারা বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়া ও তাদের নাগরিকত্ব দেয়ার আহ্বান জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, দলের আমীর মুফতি সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী, আমীরের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, মহাসচিব অধ্যাপক ইউনুস আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ