বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬


সাংবাদিক শিমুল হত্যায় মেয়র মিরু গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

miruআওয়ার ইসলাম: সিরাজগঞ্জে সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যার ঘটনায় শাহজাদপুরের মেয়র হালিমুল হক মিরুকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাজধানীর শ্যামলী থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান মিডিয়াকে বলেন, ‘সিরাজগঞ্জ পুলিশের অনুরোধে ঢাকা মহানগর গোয়েন্দা (দক্ষিণ) শাখার একটি দল রাজধানীর শ্যামলী থেকে তাকে (মিরুকে) কিছুক্ষণ আগে গ্রেফতার করেছে।’ মিরুকে সিরাজগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ চলাকালে পৌর মেয়র হালিমুল হক মিরুর শটগানের গুলিতে শিমুল আহত হন। পরে হাসপাতালে নেয়া হলে তিনি নিহত হন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ