মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


সারবিয়ান ট্রেন আটকে দিলো কসোভো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

cosovo

আওয়ার ইসলাম :  কসোভো ও সারবিয়ার মাঝে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। গতকাল কসোভো-সারবিয়া সীমান্ত অতিক্রমের সময় একটি সারবিয়ান ট্রেন আকটে দেয় কসোভো কর্তৃপক্ষ। রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি করার অভিযোগে ট্রেনটিকে আকটে দেয়া হয়।

ট্রেনটির গায়ে ২০ ভাষায় লেখা ছিলো ‘কসোভো ইজ সারবিয়ান’ অর্থাৎ কসোভো সারবিয়ার অংশ। কিছুদিন সারবিয়া বেলগ্রেড থেকে উত্তর কসোভো পর্যন্ত একটি ট্রেন সার্ভিস উদ্বোধনের ঘোষণা দেয়।

cosovo 2

সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হিসেবে ট্রেনটি যাত্রা শুরু করে। রাশিয়ায় তৈরি ট্রেনটিকে সারবীয় খ্রিস্টান অর্থডক্স অনুসারীদের বিভিন্ন প্রতীক দিয়ে সাজানো হয়।

২০০৮ সালে সারবিয়া থেকে স্বাধীন হওয়া মুসলিম কসোভো এটা সারবিয়ার উদ্দেশ্য প্রনোদিত ‘রাজনৈতিক জ্বালাতন’ হিসেবেই দেখছে।

সূত্র : বিবিসি

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ