মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


তুরস্ক সিরীয় এবং ইরাকী শরণার্থীদের নাগরিকত্ব দিবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

arduganআওয়ার ইসলাম:তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোগান সিরিয়া এবং ইরাকের কিছু শরণার্থীদের শর্তসাপেক্ষে নাগরিকত্ব দেয়ার ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (৬ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে এক বক্তৃতায় তিনি বলেন যেসব শরণার্থী নিরাপত্তা তদন্তে উত্তীর্ণ হতে পারবেন তাদেরকে তুরস্কের নাগরিকত্ব দেয়া হবে।

তিনি বলেন, "আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে কাজ করছে। যেসব শরণার্থী প্রয়োজনীয় সকল তদন্তে উপযুক্ত প্রমাণিত হবে তাদেরকে তুরস্কের নাগরিক হিসেবে গ্রহণ করা হবে। লাখ লাখ শরণার্থীর মধ্যে প্রকৌশলী, উকিল, ডাক্তার এবং আরও অনেক মেধাবী মানুষ রয়েছে। এতে তাদের মেধাকে ব্যবহার করা যাবে। অবৈধভাবে কাজ করার চেয়ে তারা ভালভাবে এদেশের নাগরিকদের মত কাজ করার সুযোগ পাবে।"

এরদোগান জানিয়েছেন এ পরিকল্পনা যেকোন সময় বাস্তবায়ন করা হবে। আর কোন বিস্তারিত তথ্য তিনি জানাননি। তুরস্কের সরকারের তথ্য অনুযায়ী দেশটিতে সিরিয়া এবং ইরাকের ৩ লাখেরও বেশী শরণার্থী রয়েছে। সূত্র: আল-জাজিরা

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ