সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
‘৩ মে’র মহাসমাবেশ হবে তৌহিদি জনতার গুরুত্বপূর্ণ মাইলফলক’ ৩ মের মহাসমাবেশ সফল করতে হেফাজত আমিরের আহ্বান হজ অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ইসলামবিরোধী কবিতা লিখে নির্বাসিত, ৫০ বছরেও ফিরতে পারেননি দেশে তিন পুরুষের জমিয়ত উত্তরসূরী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা হেফাজতের খুলনা মহানগরী সভাপতি মাওলানা সাখাওয়াত, সম্পাদক গোলামুর রহমান যুদ্ধের মাঝে যৌথ অস্ত্র উৎপাদন: ভারত-ইসরায়েল সামরিক সম্পর্কের বিবর্তন তাকওয়ার ছায়ায় মানবসভ্যতার বিকাশ ‘মানুষের ক্ষুধা নিবারণ না করতে পারলে সংস্কার-নির্বাচন ভেস্তে যাবে’

ছাদ থেকে পড়ে মাদরাসাছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

narayongonjনারায়ণগঞ্জ: মহানগরের সিদ্ধিরগঞ্জে তানযিমুল উম্মাহ হিফজুল কুরআন মাদরাসার ছাত্র আশিকুর রহমান সিয়ামের (৮) রহস্যজনক মৃত্যু হয়েছে।

রোববার রাত সাড়ে ৭টায় আটি ওবায়দা কলোনি এলাকায় হাবিবুল্লাহ ভবনের সামনে শিশুটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী।

মৃত সিয়াম পাঠানটুলি কুমিল্লা পট্টি এলাকার লুৎফর রহমানের ছেলে এবং গত ২ বছর যাবত এ মাদরাসার আবাসিক ছাত্র হিসেবে অধ্যয়নরত ছিল।

নিহত সিয়ামের বাবা লুৎফর রহমান বলেন, ‘রোবরার সকালে ছেলে সিয়ামকে মাদরাসায় দিয়ে যাই। রাত সাড়ে ৮টার দিকে মাদরাসা কর্তৃপক্ষ ফোন করে জানায় সিয়াম অসুস্থ। হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসে দেখি আমার ছেলে মৃত। আমি বিচার চাই।’

এদিকে মাদরাসার মক্তব বিভাগের শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, ‘রাত সাড়ে ৭টার দিকে একজন পথচারী সিয়ামকে নিয়ে এসে বলে এ ছাত্রটি আপনাদের। আমরা সিয়ামকে দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কীভাবে সিয়ামের মৃত্যু হয়েছে তা আমরা বলতে পারবো না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে ছাদ থেকে পড়ে মারা গেছে।’

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সরাফাত উল্লাহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাদ থেকে পড়ে সিয়ামের মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ