পবিত্র মাহে রমাদান জুড়ে দেশের বিভিন্ন টিভি চ্যানেল ও অনলাইন প্লাটফর্মে ইসলামিক অনুষ্ঠানে সঞ্চালক ও আলোচক হিসেবে জনাব মুহাম্মাদ আবদুল কাহহার সিদ্দিকী অংশ নিয়েছেন। বিশেষ করে জি-টিভিতে 'হৃদয়ে রমাদান'-বিকাল ৫: ৩০ মি. (১-১৫ রমাদান), একুশে টিভিতে-"আস-সিয়াম" (২১-২৭ রমাদান), চ্যানেলটোয়েন্টিফোর-এ-'আলোকিত রামাদান' (১-৬ রমাদান), নেক্সাস টেলিভিশনের 'এলো মাহে রমজান' (২টি পর্ব) সঞ্চালনা করেন।
ইসলামী অনুষ্ঠান সঞ্চালনার পাশাপাশি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক (এআইবিএল) পিএলসি.-এর সৌজন্যে রমাদানের বিশেষ আয়োজন "আলোর পথে'-অনুষ্ঠানে দোয়া কবুলের পূর্বশর্ত, দারিদ্র বিমোচনে যাকাত, শেষ দশকে মুমিনের করণীয়, নেক্সাস টেলিভিশনের 'এলো মাহে রমজান' অনুষ্ঠানে লায়লাতুল কদরের ফজিলত ও আমল, শেষ দশকের আমল, দেশ টিভিতে 'সুবাসিত রমাদান' অনুষ্ঠানে কুরআন ও রমাদান, কিয়ামুল লাইল, যমুনা টেলিভিশনে 'রোজার দিনে' অনুষ্ঠানে মানবতার রমজান ও বদরের শিক্ষা, এনসিসি ব্যাংক(এনসিসি) নিবেদিত 'ইসলামী সমাধান' অনুষ্ঠানে বাজার ব্যবস্থাপনায় ক্রেতা-বিক্রেতার করনিয় বিষয়ে মুল্যবান আলোচনা রাখেন।
সেই সাথে দীপ্ত টিভির ইসলামিক সওয়াল-জওয়াবমূলক সরাসরি অনুষ্ঠান "আপনার প্রশ্ন এবং আরটিভির” ইসলামের আলোকে সরাসরি প্রশ্নোত্তমূলক অনুষ্ঠান “প্রশ্ন করুন”, প্যানভিশন টিভির জ্ঞান জিজ্ঞাসা অনিয়মিতভাবে উপস্থাপনা করছেন।
তাছাড়াও রমাদানের বাইরেও বছর ব্যাপী দেশ টিভিতে সরাসরি দর্শকের অংশগ্রহণে ইসলামের আলোকে প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান 'ইসলামী জীবন ও জিজ্ঞাসা' সঞ্চালনা করেন। যা সপ্তাহের শনি, সোম ও বুধবার বিকাল ৫ টায় সম্প্রচারিত হয়ে থাকে। এছাড়া প্রতি শুক্রবার বিকাল ৪ টায় নেক্সাস টেলিভিশনে ইসলামী বিষয়ক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান "ইসলামী জীবনবিধান" সঞ্চালনার দায়িত্ব পালন করেন।
ব্যক্তি জীবনে তিনি একজন সফল লেখক। টেলিভিশন অনুষ্ঠানের পাশাপাশি জাতীয় দৈনিক পত্রিকায় সমসাময়িক ইস্যু নিয়ে নিয়মিত কলাম লিখেন। ইতোমধ্যে দৈনিক ইনকিলাব, দৈনিক নয়া দিগন্ত, দৈনিক সংগ্রাম, দৈনিক যুগান্তরসহ বিভিন্ন জাতীয় পত্রিকায় তার শতাধিক লেখা প্রকাশিত হয়েছে। পেশাগত দিক থেকে তিনি শিক্ষক হয়েও গণমাধ্যমে সম্পৃক্ততার পাশাপাশি প্রতি শুক্রবার ঢাকাস্থ হাজারীবাগের অরচিন কেয়ার জামে মসজিদে খতীবের দায়িত্ব পালন করছেন। আগামী দিনেগুলোতে সকলের দোয়া ও ভালোবাসার মধ্য দিয়ে দাঈ হিসেবে নিজেকে গড়তে চান।
হাআমা/