বুধবার, ০২ এপ্রিল ২০২৫ ।। ১৮ চৈত্র ১৪৩১ ।। ৪ শাওয়াল ১৪৪৬


‘জামিয়া ইসলামিয়া বাইতুল আমান-এ ভর্তির সুযোগ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

প্রতিভা ও মেধা বিকাশের এক অনন্য ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান ‘জামিয়া ইসলামিয়া  বাইতুল আমান’ আদাবর-১৬, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭। প্রতিষ্ঠানটি যুগ যুগ ধরে যোগ্য ও দক্ষ তৈরীতে ঈর্ষণীয় অবদান রেখে আসছে। বিগত বছরগুলোতে আলোকিত ফলাফলের মাধ্যমে নিজেদের সম্মানজনক অবস্থান বজায় রেখেছে প্রতিষ্ঠানটি।

মাদরাসার পরিচালক মুফতি মাহমুদুর রহমান বলেন, যুগের চাহিদা পূরণে ছাত্রদেরকে আমরা যোগ্য ও দক্ষ করে  গড়ে তোলার চেষ্টা করি। পাশাপাশি দেশের বরেণ্য আলেমদের মাধ্যমে পাঠদানের ব্যবস্থা করেছি। যাতে একজন তালিবুল ইলম চিন্তা-চেতনাকে সঠিকভাবে কাজে লাগিয়ে দেশ ও জাতির খেদমত করতে পারে।

সম্প্রতি প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানা যায়, ৮ই শাওয়াল থেকে সকল বিভাগে কোটা পূরণ সাপেক্ষে ভর্তি চলবে।

ভর্তি সংক্রান্ত যোগাযোগ করতে:

০১৮২৮-০১৮৫৭২, ০১৭৪৯-৭৬৭১৪৭

www.jamiaislamiabaitulaman.com

যে কারণে অনন্য জামিয়া ইসলামিয়া বাইতুল আমান

✓ দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে সুযোগ্য, অভিজ্ঞ ও মেহনতী উস্তাদদের দ্বারা পরিচালিত।

✓ দারুল উলূম দেওবন্দের আদর্শে বেফাকের পাঠ্যসূচী অনুসরণে যুগোপযোগী শিক্ষা কারিকুলাম।

✓ যুগের চাহিদা পূরণে সাপ্তাহিক সেমিনার, বিতর্কানুষ্ঠান, সাহিত্যচর্চা ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার ব্যবস্থা।

✓ আরবি সাহিত্য, কথোপকথন ও জেনারেল শিক্ষার প্রতি অধিক গুরুত্বারোপ।

✓ হুফফাজুল কুরআনের প্রশিক্ষণপ্রাপ্ত, হদর ও মশকে অভিজ্ঞ হাফিজগণের তত্ত্বাবধানে মাত্র তিন বছরে পূর্ণ কুরআন হিফজের সুব্যবস্থা।

✓ বেফাক বোর্ড ও মোহাম্মদপুরস্থ ইত্তেফাকের পরীক্ষায় অংশগ্রহণ করে সাড়াজাগানো মেধাস্থান অর্জন।

✓ এতিম ও মেধাস্থান অর্জনকারী ছাত্রদের জন্য বৃত্তি ও ফ্রি খাবারের সুব্যবস্থা।

ইফতা বিভাগের বৈশিষ্ট্যাবলী:

মৌলিকভাবে দারুল উলূম করাচির নেসাব অনুসরণ করে বিজ্ঞ মুফতিগণের সার্বক্ষণিক তত্ত্বাবধানে ফতোয়া-তামরীন, অর্থনীতি, ব্যাংক, বীমা, শেয়ার বাজার, কোম্পানী ও আধুনিক চিকিৎসা বিজ্ঞানসহ সমকালীন বিভিন্ন মাসায়েল পাঠদান ও অনুশীলনের মাধ্যমে ফতোয়া প্রদানে যোগ্য করে গড়ে তোলার এক অনন্য দারুল ইফতা।

দাওরায়ে হাদীসে দরস প্রদান করেন:

* মুফতি মীযানুর রহমান সাঈদ দা.বা.

* মুফতি দিলাওয়ার হুসাইন দা.বা.

* মুফতি হিফজুর রহমান কুমিল্লায়ী দা.বা.

* মুফতি মাহমুদুর রহমান দা.বা.

* মাওলানা মুহা. ইউছুফ সুজাপুরী দা.বা.

* মুফতি সাইফুল্লাহ দিলাওয়ারী দা.বা.

২০২৪ এর ফলাফল

বেফাকে মোট পরীক্ষার্থী ৮৫ জন, মেধাস্থান ২৯ জন, মুমতায ৫২ জন, জা.জি. ১৫ জন।

ইত্তেফাকে মোট পরীক্ষার্থী ১৩৮ জন, মেধাস্থান ৫৩ জন, মুমতায ৯০ জন, জা.জি. ২৫ জন।

মাদরাসা মোট পরীক্ষার্থী ৩৩৫ জন, মুমতায ১৫১ জন, জা.জি. ৮৮ জন।

২০২৫ এর ফলাফল

ইত্তেফাকে মোট পরীক্ষার্থী ১২২ জন, মেধাস্থান ৫৭ জন, মুমতায ৯১ জন, জা.জি. ১৫ জন।

মাদরাসা মোট পরীক্ষার্থী ২৯৫ জন, মুমতায ১৪৪ জন, জা.জি. ৭৭জন।

মাদরাসার বিভাগসমূহ

কিতাব বিভাগ [ইবতিদাইয়্যাহ হতে দাওরায়ে হাদীস পর্যন্ত]

ইফতা বিভাগ [১ বছরের কোর্স, ২য় বছর ঐচ্ছিক]

হিফজ বিভাগ [আন্তর্জাতিকমানের]

নূরানী বিভাগ [বোর্ড কর্তৃক পরিচালিত।

যাতায়াত:

দেশের যেকোনো স্থান হতে ঢাকার গাবতলী/শ্যামলী/সুইচগেট/মোহাম্মদপুর থেকে আদাবর ১৬ নং রোড পানির পাম্প সংলগ্ন জামিয়া ইসলামিয়া বাইতুল আমান।

সালামান্তে

মুফতি মাহমুদুর রহমান

প্রিন্সিপাল: ০১৭৫৪-১৪৫৪৭৩

এমএম/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ