সোমবার, ১৭ মার্চ ২০২৫ ।। ৩ চৈত্র ১৪৩১ ।। ১৭ রমজান ১৪৪৬

শিরোনাম :
‘স্বৈরাচারী সরকারের সবচাইতে বেশি নির্যাতনের শিকার হেফাজতে ইসলাম’ কবে দিচ্ছে কওমি শিক্ষাবোর্ড বেফাকের রেজাল্ট ? ‘শুধু নির্বাচনের জন্য নয়, প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কার করতে হবে’ ইফতা-আদবসহ সকল বিভাগে ভর্তির সুযোগ শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে   আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস শিক্ষাবোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত বেরোবি মসজিদের খতিবের পিএইচডি ডিগ্রি অর্জন জার্মানি থেকে হজের জন্য সাইকেলযাত্রা ‘মুসলমানদের নিরাপত্তা প্রদানে ভারতের ব্যর্থতা সভ্যতার জন্য লজ্জাজনক’ ভারতে বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়ায় শিক্ষার্থী গ্রেপ্তার ঈদযাত্রা নিরাপদ করতে ৭ দফা সুপারিশ যাত্রী কল্যাণ সমিতির

উত্তরায় মাদানী নেসাবের অনন্য প্রতিষ্ঠান মাদরাসাতুল আসহাব


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

”আধুনিক পৃথিবীর এই যুগে শিক্ষা, সংস্কৃতিসহ জীবনের প্রতিটি অঙ্গনেই সৃজনশীলতার ছাপ পরিলক্ষিত। যুগের এই অনস্বীকার্য পরিবর্তন ও চাহিদাকে সামনে রেখে "মাদানি নেসাব" ইলমে দ্বীন- শিক্ষায় পান্ডিত্য অর্জন এবং অঙ্কুর থেকে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে বহুমাত্রিক প্রচেষ্টার সমন্বয়ে বিস্ময়কর এক লালিত স্বপ্নের পথে এগিয়ে চলছে।”

”মাদরাসাতুল আসহাব আল আরাবিয়্যা" উত্তরায় মনোরম ও স্বাস্থ্যকর পরিবেশে মাদানি নেসাবের একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। মাদানী নেসাব প্রণেতা "আদিব হুজুরের" সুদূরপ্রসারী লক্ষ্য বাস্তবায়নে -শিক্ষা, আদর্শ, চিন্তা ও চেতনায়- মৌলিক মাদানি নেসাবের পূর্ণাঙ্গ অনুসরণে আমরা দৃঢ় সংকল্পবদ্ধ।

মানসম্মত খাবার ও সুপ্রশস্থ আবাসন ব্যবস্থাসহ, শীতল মস্তিষ্কে একাগ্রচিত্তে পড়াশোনার জন্য এক অতুলনীয় চমৎকার পরিবেশে গড়ে উঠেছে আমাদের এই মাদানী পাঠশালা।

আমাদের শিক্ষাকারিকুলাম ও বিভাগ সমূহ:

*মকতাব বিভাগ * নাজেরা বিভাগ * হিফজ বিভাগ *মাদানি নেসাব

মাদানি নেসাব: মাদরাসাতুল মাদিনায় পরিচালিত মৌলিক মাদানি নেসাবের শিক্ষাকার্যক্রম ও আদর্শ বাস্তবায়নে "বাইতুস সালমে"র এক ঝাঁক উদ্যমী তরুণ ফারেগীনদের সমন্বিত প্রচেষ্টায় বহুল প্রতীক্ষিত স্বপ্ন বাস্তবায়নের পথে আমাদের এগিয়ে চলা।

মকতাব ও নাজেরা বিভাগ: ছোটদের যুগোপযোগী শিক্ষাব্যবস্থার সমন্বয়ে গঠিত (বাংলা,গণিত ও ইংরেজী সহ)একটি উপযুক্ত চমকপ্রদ শিক্ষা ব্যবস্থা। তাছাড়া কোমলমতি শিশুদেরকে স্নেহ ও মমতার সাথে সযত্নে আগলে রেখে পড়াশোনায় উদ্বুদ্ধ করে তোলার সুব্যবস্থা।

হিফজ বিভাগ: নিয়মিত মশক এবং অভিজ্ঞ ও পারদর্শী শিক্ষকের সার্বক্ষণিক নজরদারিতে ছোট শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা।

আমাদের বৈশিষ্ট সমূহ:

১. ক্লাস ভিত্তিক শিক্ষকদের মাধ্যমে সার্বক্ষণিক নেগরানী ও পর্যবেক্ষণ।

২. দক্ষ, অভিজ্ঞ ও আমলী  আলেম হিসেবে গড়ে তুলতে সাপ্তাহিক ইসলাহী মজলিসের আয়োজন।

৩. পাক্ষিক আরবী ও বাংলা বক্তৃতা অনুষ্ঠানের সু-ব্যবস্থা।

৪. আরবী ও বাংলা হস্তলিপি সুন্দর করার ব্যবস্থা।

৫. মাতৃভাষায় বিশুদ্ধ উচ্চারণ, প্রাঞ্জল ও সাবলীলভাবে কথা বলার অনুশীলন।

৬. পাক্ষিক (বৃহস্পতিবার) ছুটির ব্যবস্থা।

৭. প্রতি মাসে তাবলীগে যাওয়ার ব্যবস্থা।

৮. আরবী ভাষায় অভিজ্ঞ ও পারদর্শী হতে নিয়মিত লিখন, পঠন ও কথোপকথনের বাধ্যবাধকতা।

৯. হাফেজ ছাত্রদের জন্য নিয়মিত ঘন্টাখানিক তেলাওয়াতের সুব্যবস্থা।

১০. হাফেজ ছাত্রদের সাপ্তাহিক সবিনার ব্যবস্থা।

শাখাসমূহ ও যোগাযোগের ঠিকানা:

 বালক শাখা: বাড়ি-৪১, রোড-১৪, সেক্টর-১৪, উত্তরা, ঢাকা-১২৩০

মোবা: 01841-585640 ,  01705-018705,  01953208908

 বালিকা শাখা: (১ম বর্ষ থেকে তাকমিল পর্যন্ত)
 বাড়ি-৬৩, রোড-১৪, সেক্টর-১৪, উত্তরা, ঢাকা-১২৩০

  • মোবা: 01926-600959, 017753-10042
  • ওয়েবসাইট: https://madrasatulasahab.com
  • ফেসবুক পেজ: Madrasatul Ashab Al Arabia

 পরিচালক: মুফতি মুহিব্বুল্লাহ মামুন

  • যোগাযোগ: 01855-989434
  • তালিমাত: 017753-10042

 সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন!

এসএকে/

 


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ