”আধুনিক পৃথিবীর এই যুগে শিক্ষা, সংস্কৃতিসহ জীবনের প্রতিটি অঙ্গনেই সৃজনশীলতার ছাপ পরিলক্ষিত। যুগের এই অনস্বীকার্য পরিবর্তন ও চাহিদাকে সামনে রেখে "মাদানি নেসাব" ইলমে দ্বীন- শিক্ষায় পান্ডিত্য অর্জন এবং অঙ্কুর থেকে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে বহুমাত্রিক প্রচেষ্টার সমন্বয়ে বিস্ময়কর এক লালিত স্বপ্নের পথে এগিয়ে চলছে।”
”মাদরাসাতুল আসহাব আল আরাবিয়্যা" উত্তরায় মনোরম ও স্বাস্থ্যকর পরিবেশে মাদানি নেসাবের একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। মাদানী নেসাব প্রণেতা "আদিব হুজুরের" সুদূরপ্রসারী লক্ষ্য বাস্তবায়নে -শিক্ষা, আদর্শ, চিন্তা ও চেতনায়- মৌলিক মাদানি নেসাবের পূর্ণাঙ্গ অনুসরণে আমরা দৃঢ় সংকল্পবদ্ধ।
মানসম্মত খাবার ও সুপ্রশস্থ আবাসন ব্যবস্থাসহ, শীতল মস্তিষ্কে একাগ্রচিত্তে পড়াশোনার জন্য এক অতুলনীয় চমৎকার পরিবেশে গড়ে উঠেছে আমাদের এই মাদানী পাঠশালা।
আমাদের শিক্ষাকারিকুলাম ও বিভাগ সমূহ:
*মকতাব বিভাগ * নাজেরা বিভাগ * হিফজ বিভাগ *মাদানি নেসাব
মাদানি নেসাব: মাদরাসাতুল মাদিনায় পরিচালিত মৌলিক মাদানি নেসাবের শিক্ষাকার্যক্রম ও আদর্শ বাস্তবায়নে "বাইতুস সালমে"র এক ঝাঁক উদ্যমী তরুণ ফারেগীনদের সমন্বিত প্রচেষ্টায় বহুল প্রতীক্ষিত স্বপ্ন বাস্তবায়নের পথে আমাদের এগিয়ে চলা।
মকতাব ও নাজেরা বিভাগ: ছোটদের যুগোপযোগী শিক্ষাব্যবস্থার সমন্বয়ে গঠিত (বাংলা,গণিত ও ইংরেজী সহ)একটি উপযুক্ত চমকপ্রদ শিক্ষা ব্যবস্থা। তাছাড়া কোমলমতি শিশুদেরকে স্নেহ ও মমতার সাথে সযত্নে আগলে রেখে পড়াশোনায় উদ্বুদ্ধ করে তোলার সুব্যবস্থা।
হিফজ বিভাগ: নিয়মিত মশক এবং অভিজ্ঞ ও পারদর্শী শিক্ষকের সার্বক্ষণিক নজরদারিতে ছোট শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা।
আমাদের বৈশিষ্ট সমূহ:
১. ক্লাস ভিত্তিক শিক্ষকদের মাধ্যমে সার্বক্ষণিক নেগরানী ও পর্যবেক্ষণ।
২. দক্ষ, অভিজ্ঞ ও আমলী আলেম হিসেবে গড়ে তুলতে সাপ্তাহিক ইসলাহী মজলিসের আয়োজন।
৩. পাক্ষিক আরবী ও বাংলা বক্তৃতা অনুষ্ঠানের সু-ব্যবস্থা।
৪. আরবী ও বাংলা হস্তলিপি সুন্দর করার ব্যবস্থা।
৫. মাতৃভাষায় বিশুদ্ধ উচ্চারণ, প্রাঞ্জল ও সাবলীলভাবে কথা বলার অনুশীলন।
৬. পাক্ষিক (বৃহস্পতিবার) ছুটির ব্যবস্থা।
৭. প্রতি মাসে তাবলীগে যাওয়ার ব্যবস্থা।
৮. আরবী ভাষায় অভিজ্ঞ ও পারদর্শী হতে নিয়মিত লিখন, পঠন ও কথোপকথনের বাধ্যবাধকতা।
৯. হাফেজ ছাত্রদের জন্য নিয়মিত ঘন্টাখানিক তেলাওয়াতের সুব্যবস্থা।
১০. হাফেজ ছাত্রদের সাপ্তাহিক সবিনার ব্যবস্থা।
শাখাসমূহ ও যোগাযোগের ঠিকানা:
বালক শাখা: বাড়ি-৪১, রোড-১৪, সেক্টর-১৪, উত্তরা, ঢাকা-১২৩০
মোবা: 01841-585640 , 01705-018705, 01953208908
বালিকা শাখা: (১ম বর্ষ থেকে তাকমিল পর্যন্ত)
বাড়ি-৬৩, রোড-১৪, সেক্টর-১৪, উত্তরা, ঢাকা-১২৩০
- মোবা: 01926-600959, 017753-10042
- ওয়েবসাইট: https://madrasatulasahab.com
- ফেসবুক পেজ: Madrasatul Ashab Al Arabia
পরিচালক: মুফতি মুহিব্বুল্লাহ মামুন
- যোগাযোগ: 01855-989434
- তালিমাত: 017753-10042
সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন!
এসএকে/