রবিবার, ১১ মে ২০২৫ ।। ২৮ বৈশাখ ১৪৩২ ।। ১৩ জিলকদ ১৪৪৬


আ.লীগ নিষিদ্ধের দাবিতে শ্রীমঙ্গলে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচি 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুস্তাকিম আল মুনতাজ

জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে নিষিদ্ধ করার দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।  এতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। 

শনিবার (১০মে) বিকেল ৩টায় শ্রীমঙ্গল চৌমুহনী পয়েন্টে অবস্থান কর্মসূচি শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলমান থাকে। এ সময় শিক্ষার্থী ও সাধারণ জনতাকে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে অংশ নিতে দেখা গেছে। 

‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগকে ব্যান করো’ এবং ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’ ইত্যাদি শ্লোগান দিতে দেখা যায়। 

এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কিন্তু আজকে নয় মাস পরেও আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য আমাদের আবার রাজপথে নামতে হয়েছে।’

তারা আরও বলেন, ‘যে ইন্টেরিম আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে পারে না, সেই ইন্টেরিমকে গদি থেকে টেনে-হিঁচড়ে নামাতে দুইবার ভাবব না। যে আসিফ নজরুল শহিদের রক্তের সঙ্গে গাদ্দারি করছে, সেই আসিফ নজরুলকে আমরা চাই না।’

বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন ছাত্র সংগঠন অংশ নেয়। তন্মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ইসলামী ছাত্রসেনাসহ আরও অনেক ছাত্রসংগঠনকে স্বতঃস্ফূর্তভাবে এই বিক্ষোভ সমাবেশে অংশ নিতে দেখা যায়।

মৌলভীবাজার জেলা প্রতিনিধি

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ