মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি
চলমান যুদ্ধবিরতি চুক্তি একতরফা লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) বাদ জুম'আ কলেজ রোডস্থ শ্রীমঙ্গল থানা মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়৷ মিছিলটি শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী পয়েন্টে এসে শেষ হয়। মিছিলে উপজেলার হাজার হাজার তাওহীদি জনতা অংশ নেন।
মিছিলে ‘দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত’, ‘বিশ্বের মুসলিম এক হও’, ‘বদরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’, ‘শিশুদের ওপর হামলা কেন, রোজাদারের ওপর হামলা কেনো?’, ‘ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব চাই’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।
বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মো. নাজমুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি নাঈম হাসান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শ্রীমঙ্গল উপজেলা সভাপতি সাদিকুল ইসলাম, বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলার প্রশিক্ষণ সম্পাদক, মুজাহিদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মোঃ আব্দুল কাইয়ূম, ইসলামী ছাত্র সেনা শ্রীমঙ্গল উপজেলা সভাপতি নাজমুল ইসলাম সাঈদ, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আব্দুর রহমান আসজাদ বর্ণভী প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, ফিলিস্তিন ও ভারতে ইতিহাসের নিকৃষ্টতম মানবতাবিরোধী অপরাধ চলছে। নির্বিচারে নির্মমভাবে অসহায় মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। কিন্তু বিশ্ব বিবেক এখনো মুসলমানদের আত্মচিৎকার শুনতে পাচ্ছে না। অনতিবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। মুসলমানরা ঠিক যেমনিভাবে আয়া সোফিয়াতে আজান দিয়েছে, একইভাবে আল আকসা মুক্ত করে সেখানে আজান দিবে, বাবরি মসজিদে আবার আজান হবে। আমাদের সবাইকে জাগ্রত থাকতে হবে।
বক্তারা আরও বলেন, অবিলম্বে যুদ্ধ বিরতি কার্যকর করে ফিলিস্তিনের ওপর ইসরায়েলের বোমা হামলা বন্ধ করতে হবে। তাছাড়া ভারতের নাগপুরে উগ্রবাদী হিন্দুদের দ্বারা মুসলমানদের ওপর হামলা ও বাড়ী ঘরে অগ্নি সংযোগের প্রতিবাদ জানান। পাশাপাশি ভারত ও ইসরায়েলের সকল পণ্য রাষ্ট্রীয়ভাবে বয়কটের দাবীও জানান তারা।
আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আব্দুর রহমান আসজাদ বর্ণভীর মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।
এমএইচ/