বুধবার, ১৯ মার্চ ২০২৫ ।। ৫ চৈত্র ১৪৩১ ।। ১৯ রমজান ১৪৪৬

শিরোনাম :
মানিকছড়ি জনকল্যাণ সংস্থা এর উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত  মারকাযুল লুগায় আরবি ভাষা কোর্স সম্পন্ন ভবিষ্যতে যুদ্ধবিরতির আলোচনা হবে তীব্র আক্রমণের মধ্যে : নেতানিয়াহু রাজধানীতে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘বদর যুদ্ধের বিজয় কেয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য অনুকরণীয় মডেল’ বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে আগ্রহী কাতার : রাষ্ট্রদূত বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ হয়নি : ধর্ম উপদেষ্টা দ্বিতীয় দিনের মতো মাদানী মজলিস বাংলাদেশ-এর ইফতার বিতরণ আওরঙ্গজেবের সমাধিতে হাত দিলে ভারত ভেঙ্গে খানখান হয়ে যাবে: জুনায়েদ আল হাবিব বদরের চেতনা রক্ষায় মুসলিমদের ঐক্যবদ্ধ হতে হবে

ঝড়ে ক্ষতিগ্রস্ত মাদ্রাসা,খোলা মাঠে ক্লাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঝড়-তুফানের তাণ্ডবে তছনছ হয়ে গেছে দোয়ারাবাজারের দোহালিয়া ইউনিয়নের মাদ্রাসায়ে নুরে মদিনা শিবপুর। এর পর সোমবার(১৭ মার্চ) মাদ্রাসা প্রাঙ্গণে খোলা জায়গায় শিক্ষার্থীদের পাঠদান করেছেন শিক্ষকরা।

গত শনিবার(১৬ মার্চ) রাত ১১টার দিকে প্রচণ্ড ঝোড়ো হাওয়ায় মাদ্রাসাটি লন্ডভন্ড হয়। চালের টিন উড়ে যায়। ভেঙে যায় বেঞ্চসহ অন্য আসবাব।

স্থানীয়রা জানান, ২০২০ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসায় প্লে-নার্সারি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পাঠদান হয়। শিক্ষার্থী আছে ৩৫০ জন। ১১ জন শিক্ষক দিয়ে পরিচালিত প্রতিষ্ঠানটি দ্রুতই শিক্ষার পরিবেশ ও মান বজায় রেখে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

শিক্ষার্থী আদিলুর রহমান ফারহান বলেন, খোলা জায়গায় ক্লাস করলে নানা সমস্যা হয়। দ্রুত মাদ্রাসা সংস্কারের দাবি তার।

শিবপুর গ্রামের বাসিন্দা আইয়ুব আলী বলেন, দ্রুত সংস্কার না হলে সুষ্ঠুভাবে পড়াশোনা করানো সম্ভব হবে না। তিনি মাদ্রাসা সংস্কারে সরকারের পাশাপাশি বিত্তবানদের সহযোগিতা করার আহ্বান জানান।

মাদ্রাসার প্রধান শিক্ষক মো. সালাতুর রহমান বলেন, খোলা জায়গায় ক্লাস করালে শিক্ষার্থীদের যেমন সমস্যা হয়, তেমনি শিক্ষকদেরও কষ্ট হয়। প্রশাসনকে দ্রুত মাদ্রাসাটি পুনর্নির্মাণ করার আহ্বান জানান তিনি।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নেহের নিগার তনু বলেন, ঝড়-তুফানে মাদ্রাসা নুরে মদিনা ক্ষতিগ্রস্ত হয়েছে। খোলা জায়গায় পাঠদান হচ্ছে জেনে খারাপ লাগছে। এলাকার লোকজন যোগাযোগ করলে প্রশাসন সাধ্যমতো সরকারি সহায়তা করার চেষ্টা করবে।

নারনা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ