মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ।। ১২ ফাল্গুন ১৪৩১ ।। ২৬ শাবান ১৪৪৬

শিরোনাম :
প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমীর নতুন বই ‘ইসলামী অর্থনীতির মৌলিক ধারণা’ সহিহ বুখারী মুখস্থ করার বিরল কৃতিত্ব অর্জন চার কওমি শিক্ষার্থীর আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে আরও কঠোর হতে হবে: মাওলানা জালালুদ্দীন আহমদ রমজানে সরকারি অফিস সময় ৯টা থেকে সাড়ে ৩টা আইন-শৃংখলা নিয়ন্ত্রণে ব্যর্থতা, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চান চরমোনাই পীর শৈলকুপায় বাংলাদেশ খেলাফত মজলিসের উমেদপুর ইউনিয়ন কমিটি গঠন মেলায় এসেছে আল্লামা তাকি উসমানীর গ্রন্থ ‘মুনাফিকের তরজমা’ মক্কা-মদিনায় ১০ রাকাত তারাবির সিদ্ধান্তে দেওবন্দের উদ্বেগ আজ রাতেই টের পাবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা জমিয়ত ও এবি পার্টির দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

 বাসার সামনে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি, ছিনতাই ২০০ ভরি স্বর্ণালংকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর বনশ্রী এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। তাঁর নাম মো. আনোয়ার হোসেন।

রবিবার(২৩ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি-ব্লক ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, দোকান থেকে বাসায় ফেরার পথে, তাঁর ওপর হামলা চালায়।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, ওই ব্যবসায়ীর দোকান বনশ্রী ডি-ব্লকে। প্রতিদিন তিনি দোকান থেকে রাতে বাসায় ফেরেন। রবিবার বাসায় যাওয়ার সময় তাঁকে তিনটি মোটরসাইকেলে করে আসা ছিনতাইকারীরা ঘিরে ধরে। এ সময় তাঁর কাছে থাকা ২০০ভরি স্বর্ণালংকার এবং নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেয়  দুর্বৃত্তরা।

ওসি আতাউর রহমান আরও বলেন, মো. আনোয়ারকে লক্ষ্য করে ছিনতাইকারীরা গুলি ছোড়ে এবং ছুরিকাঘাত করে। তাঁর শরীরে গুলি ও কোপের চিহ্ন রয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক বা চিহ্নিত করা যায়নি। তবে পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। ছিনতাইকারীদের শনাক্ত করে তাদের দ্রুত গ্রেপ্তারের জন্য কাজ করছে পুলিশকর্মকর্তারা।

রামপুরা থানা-পুলিশ সূত্র জানিয়েছে, হামলা ও ছিনতাইয়ের ঘটনা ভুক্তভোগীর বাসার সামনেই ঘটেছে। ওই ব্যবসায়ী পুলিশের কাছে দাবি করেছেন, ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে ২০০ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, আহত অবস্থায় মো. আনোয়ারকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে। তাঁর শরীরে চারটি গুলি লেগেছে।

এনআরএন/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ