চট্টগ্রাম নগরে পঞ্চম বিয়ে করায় স্বামী মো.আলাউদ্দিন (৩৬)-কে কুপিয়ে হত্যা করেছে চতুর্থ স্ত্রী নুর জাহান।
শনিবার(২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে নগরের হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ ঘটনায় আলাউদ্দিনের স্ত্রী নুর জাহানকে আটক করেছে পুলিশ।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুজ্জামান বলেন, নিহত আলাউদ্দিন পেশায়প ছিলেন একজন দিনমজুর। তিনি নোয়াখালীর সোনাইমুড়ী থানার মতি আলম বাজারের মইন উদ্দিনের ছেলে। পারিবারিক কলহের জেরে স্বামীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন স্ত্রী। স্বামী আলাউদ্দিন একেক সময় একেক ধরনের কাজ করতেন। কখনো রিকশা চালিয়ে আবার কখনো ইটভাটায় কাজ করে সংসার চালাতেন।
ওসি আরও বলেন, আটক নুর জাহান নিহত আলাউদ্দিনের চতুর্থ স্ত্রী। এর আগের তিন স্ত্রীকে তালাক দিয়েছেন তিনি। ৯ বছর আগে নুর জাহান ও আলাউদ্দিনের বিয়ে হয়। তাঁদের একটি সন্তান রয়েছে। দেড় মাস আগে স্ত্রী নুর জাহানকে না জানিয়ে পঞ্চম বিয়ে করেন আলাউদ্দিন। সেই স্ত্রীকে গ্রামের বাড়িতে রাখেন। সম্প্রতি বিষয়টি জানতে পারেন নুর জাহান। আর এই ক্ষোভ থেকে দা দিয়ে কুপিয়ে স্বামীকে খুন করার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন নুর জাহান। নিহত আলাউদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাঁর ভাই মামলার প্রস্তুতি নিচ্ছেন।
এনআরএন/