এস এম সাইফুল ইসলাম
বাংলাদেশ খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখার কার্যালয় উদ্ভোধন করেছেন দলটির কেন্দ্রীয় আমির শাইখুল হাদীস মাওলানা মামুনুল হক।
সোমবার (১৭ ফেব্রুয়ারী) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জেলা পৌরসভা মোড়ে অবস্থিত কার্যালয়টি উদ্ভোধন করেন তিনি। এসময় চুয়াডাঙ্গা জেলা, উপজেলা ও ইউনিয়নসহ সকল পর্যায়ের উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে দিকনির্দেশামূলক বক্তব্য দেন মাওলানা মামুনুল হক।
তিনি বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আমরা চাই, সমাজ বিপ্লবের মাধ্যমে আল্লাহর জমিনের আল্লাহর দ্বীন বিজয় করবো।
তিনি আরও বলেন, শুধুমাত্র রাজনৈতিক তৎপরতার মাধ্যমে দ্বীন এবং আদর্শের বিজয় সম্ভব নয়। এরজন্য বহুমুখী তৎপরতার প্রয়োজন। সেই বহুমুখী তৎপরতার অন্যতম হলো এই সংগঠন এর সকল স্তরের জনশক্তির মাঝে দ্বীন এবং ইসলামের পরিপূর্ণ চেতনা তৈরি করা।
তিনি বলেন, রাজনীতি করতে হলে, সমাজ বিপ্লব করতে হলে আমাদের ব্যপকভাবে সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। এরপর চূরান্ত পর্যায়ে গিয়ে আমাদের রাজনীতি।
প্রচলিত রাজনীতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘কাজটি করলে কী হয়? এই প্রশ্ন নয়; আমাদের প্রশ্ন হবে, প্রায়োজন কী?
উদাহরণস্বরূপ তিনি বলেন, আপনারা আজ এই কার্যালয়টি উদ্বোধন করছেন, যদি এটিকে আরোও সম্প্রশারিত করতে চান, তাহলে আপনাদের প্রথম প্রশ্ন হবে, প্রয়োজন কী? যদি ইসলামের প্রচারে আমাদের কার্যক্রমের স্বার্থে প্রয়োজন হয় তখন আপনারা সেটা করবেন। আমাদের প্রধান লক্ষ্য হলো, আমাদের রাজনীতি শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা।
বাংলাদেশ খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মুফতি সোয়াইব আহমেদ কাসেমীর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের খাঁন এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা শারাফাত হুসাইন, মাওলানা শরিফ সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসনাত জালালী, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আশরাফ, চুয়াডাঙ্গা জেলা শাখার সহ সভাপতি মাওলানা বশির আহমাদ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সদর থানার সেক্রেটারী মুফতী আহমাদ যুবায়ের, মাওলানা ওয়ায়েদুজ্জামান, মাওলানা আব্দুল হাই, মাওলানা আমানুল্লাহ, মাওলানা তারিক মাহমুদ ও মাওলানা মুসা নূর প্রমুখ।
আরএইচ/