মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫ ।। ২৮ মাঘ ১৪৩১ ।। ১২ শাবান ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জায়নবাদী প্রভাব রুখতে হবে: ইন্তিফাদা ফাউন্ডেশন ১৯ফেব্রুয়ারি খাগড়াছড়ির কেন্দ্রীয় ইসলামী মহা সম্মেলন সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১৪ ফেব্রুয়ারির অশ্লীলতা রোধে কচুয়ায় স্কুলে স্কুলে ক্যাম্পেইন বইমেলায় 'জয় বাংলা' স্লোগান দিয়ে শিক্ষার্থীদের মারধর এবং উপদেষ্টা মাহফুজ আলমের উসকানিমূলক বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে : সাধারণ আলেম সমাজ মৌলভীবাজারে ইমাদদুদীন অ্যাকাডেমির টেলেন্ট সার্চ প্রোগ্রাম অনুষ্ঠিত শাহপরানে ইনসান এইড’র বয়স্ক, বিধবা ওঅসহায়দের মধ্যে নগদ অর্থ বিতরণ রাষ্ট্র কাঠামোর ধ্বংসপ্রাপ্ত অঙ্গগুলো পুনর্গঠন করা হবে : আসিফ মাহমুদ ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া  শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় : মাওলানা ছিদ্দিকুর রহমান শতাব্দি ভবকে গ্রেপ্তার ও উপদেষ্টা মাহফুজের বক্তব্য প্রত্যাহার করতে হবে- বাংলাদেশ খেলাফত যুব মজলিস 

অন্যায়ের সামনে তরুণ যুবকেরা মাথা নত করবে না : ড. মাসুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সোনার মদিনা রাষ্ট্র গঠন করার জন্য যেমন কিছু সোনার মানুষ তৈরি করেছিলেন প্রিয় রাসূল (সা.) তেমনি আমাদের প্রিয় বাংলাদেশকে সত্যিকার সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে আগে সোনার মানুষ গড়ে তুলতে হবে। কোনো অন্যায়ের কাছে যুবক তরুণেরা মাথা নত করতে পারে না। যে রাজনীতির সাথে কুরআনের কোনো সম্পর্ক নেই সে রাজনীতির সাথে কোনো মুসলমান থাকতে পারে না। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ গতকাল রাতে রাজধানীর শ্যামপুর এলাকায় ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী সমাজ ও সংস্কারে যুবকদের দায়িত্ব ও কর্তব্য শীর্ষক সমাবেশে এসব কথা বলেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জাতির জন্য দূর্ভাগ্য এটা যে, আমরা কথায় কথায় তরুণ যুবকদের তুচ্ছ তাচ্ছিল্য করি। গোটা পৃথিবীতে যত বড় বড় পরিবর্তন হয়েছে তার অধিকাংশের পিছনে যুবকদের বিরাট ভূমিকা রয়েছে। ইসলামের বিজয়েও প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সা) এর যুবক সাহাবাগণ ও আলী (রা) এর মত তরুণ সেনাপতিদের হাতেই বিরাট দূর্গ বিজয় হয়েছিল। এই যুব শক্তির সাথে যদি বাংলাদেশের রাজনীতির সম্পর্ক না থাকে, তাহলে দেশের অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, সমাজ কোনো কিছুই পরিপূর্ণভাবে সংস্কার হবে না। আর সেই সব সংস্কারের আগে প্রত্যেককে কুরআনের আলোয় আলোকিত হয়ে সকল সংস্কারের দাবি তুলতে হবে। মনে রাখতে হবে, যুবক তরুণ আলী রা. এর শরীরের শক্তিই কেবল দূর্গ বিজয়ের জন্য যথেষ্ট ছিল না। সেখানে মহান আল্লাহর প্রকাশ্য সহযোগিতা দৃশ্যমান ছিলো।

তিনি আরও বলেন, আজও যদি যুবকেরা সেই বিজয়ের স্বপ্ন দেখে তবে তাদেরও মহান আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখেই ময়দানে কাজে লেগে যেতে হবে। রাজনীতির সাথে কুরআনের সম্পর্ক নেই যারা বলেন, প্রকৃত অর্থে তারা নিজেদের চুরিচামারিকে আরও দীর্ঘ সময় ধরে করার অসাধু উপায় খুঁজছেন। কেবল মানুষের তৈরি করা মতবাদ দিয়ে মানবতার কল্যাণ সাধিত হবে না। সকল কিছুর বিধান ও শান্তি নিরাপত্তা দেয় কেবল মহান আল্লাহর দেওয়া বিধান। সেই কুরআনিক নিয়ম শৃঙ্খলা আমাদের যুবকদের গ্রহণ করার উদাত্ত আহবান করছি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের শ্যামপুর দক্ষিণ থানায় সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত যুব সমাবেশটি ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও শ্যামপুর দক্ষিণ থানা আমীর মো. কামরুল আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামপুর-কদমতলী জোন পরিচালক সৈয়দ জয়নুল আবেদিন। 

এমএইচ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ