নেত্রকোনা জেলা প্রতিনিধি
নেত্রকোনার আটপাড়া উপজেলায় বিভিন্ন স্থানে "অশ্লীলতা, নাচ, গান ও যাত্রা" করার আয়োজন ইতিমধ্যে করেছিল কেউ কেউ। গত ১২ জানুয়ারি'২৫ ইং আটপাড়ার মঙ্গলসিদ্ধ এলাকায় "যাত্রা গান" চলা অবস্থায় আটপাড়া উপজেলার হেফাজত নেতৃবৃন্দ ও কর্মীরা রাত সাড়ে বারোটার পর উক্ত এলাকায় উপস্থিত হয়ে এলাকাবাসী ও দ্বীনদার ভাইদের সার্বিক সহযোগিতায় অশ্লীলতা বন্ধ করে দেন। এবং আটপাড়া থানায় আর কোন স্থানে এমন অশ্লীলতা চলতে দেওয়া হবে না বলে দৃঢ় প্রতিজ্ঞা করেন। এর প্রেক্ষিতে আরো বিভিন্ন জায়গায় এমন অশ্লীলতা হতে পারে বলে নির্ভরযোগ্য তথ্যে নেত্রীবৃন্দের কানে খবর পৌঁছলে তাঁরা এমন অশ্লীল কার্যকলাপ বন্ধের দাবিতে অদ্য ২১ জানুয়ারি'২৫ ইং মঙ্গলবার সকাল ১০ টা থেকে যোহর পর্যন্ত আটপাড়া স্মৃতিসৌধ (শহীদ মিনার) প্রাঙ্গণে সমাবেশ করেছে আটপাড়ার হেফাজত কর্তৃবৃন্দ।
উক্ত সমাবেশ মাওলানা মফিজুর রহমান এর সভাপতিত্বে ও মাওলানা ইকরামুল হাসান মুহাম্মাদ ইরশাদ, মাওলানা সুহাইল আহমাদ ও হাফেজ আব্দুল্লাহর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন: মাওলানা মফিজুর রহমান, মাওলানা আজিজুর রহমান, মুফতি জহিরুল ইসলাম, মুফতি মাহদী হাসান, মুফতি জাকারিয়া সুতারপুরী, মাওলানা জাহিদুল ইসলাম ছালেহ, মাওলানা আসাদুর রহমান আকন্দ, মাওলানা মাজিদুর রহমান, মাওলানা আল মামুন, হাফেজ মাহাবুবুল হক, মাওলানা হামিদুর রহমান, মাওলানা ইকরামুল হাসান মুহাম্মদ ইরশাদ, মাওলানা সুহাইল আহমাদ, মাওলানা কবির আহমাদ, হাফেজ দ্বীন ইসলাম ও হাফেজ আব্দুল্লাহ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন: হেফাজতে ইসলামের জন্মই হয়েছে ইসলাম বিরোধী সমস্ত কার্যকলাপ বন্ধের জন্য। কোন মুসলমান অনৈতিক, অনৈসলামিক কোন কাজে জড়াতে পারে না। আমরা বেঁচে থাকতে আটপাড়া থানার যে কোন জায়গায় কোন অনৈসলামিক কোন কার্যকলাপ করতে দেব না ইনশা আল্লাহ । আমরা যেকোনো মূল্যে অনৈসলামিক যে কোন কার্যকলাপ বন্ধ করে দেখিয়ে দিব ইনশা আল্লাহ।
অনৈসলামিক কার্যকলাপ করতে চায় এমন লোকদের উদ্দেশ্যে ভক্তরা বলেন, ভাই! আপনারাও তো মুসলমান। অনৈসলামিক সমস্ত কার্যকলাপ থেকে বিরত থাকুন। আপনারা নিজ নিজ এলাকায় কুরআনের মাহফিলের আয়োজন করুন, আমরা সার্বিক সহযোগিতা করতে প্রস্তুত আছি। এদেশ কুরআনের দেশ, অনৈসলামিক কোন কার্যকলাপের দেশ এটা নয়। আপনারা কেন বুঝার চেষ্টা করেন না?
প্রশাসনের উদ্দেশ্যে বক্তারা বলেন, অনৈসলামিক কোন কার্যকলাপ অবশ্যই বন্ধ করে দিবেন। এতে সার্বিক সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি। তবে আপনারা হেফাজতকে ওভারটেক করে/এড়িয়ে চলতে পারবেন না। কারণ আপনারাও তো মুসলমান। যে কোন কাজে হেফাজতকে সহযোগী হিসেবে পাবেন। আপনারা ও সহযোগিতা করুন, আমরাও সহযোগিতা করতে প্রস্তুত। তবে সামনে থেকে আরো কোথাও যেন কোন অনৈসলামিক কার্যকলাপ না হয়। আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। সমাবেশ নির্ধারিত সময়ে সভাপতির দিকনির্দেশনা ও দোয়ার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।
বিনু/