শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ ।। ৫ পৌষ ১৪৩১ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৬


৬০ বোতল ভারতীয় মদসহ একজন গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে ৬০ বোতল ভারতীয় মদসহ খোরশেদ আলম (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার গৌরিপুর ইউনিয়নের তালতলা দুধনই এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক খোরশেদ আলম দুধনই গ্রামের আব্দুল আজিজের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলার দুধনই এলাকায় খোরশেদ আলমের নেতৃত্বে কতিপয় মাদক কারবারি মাদক পাচার করছিল এমন গোপন সংবাদে পুলিশ অভিযান চালায়।

ওই সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাদক পাচারকারীরা দৌড়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে ৬০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ পুলিশের হাতে আটক হয় খোরশেদ আলম। ওই সময় আরও ৩ মাদক পাচারকারী পালিয়ে যায়। ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি আল আমিন বলেন, গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ