শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ ।। ২৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৬

শিরোনাম :
মাহফিলে যেতে না পেরে হেলিকপ্টারের ৪ লাখ টাকা ফেরত দিলেন মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী মুসলিম সমাজে অমুসলিমদের ধর্ম পালনে বাধা নেই: বায়তুল মোকাররমের খতিব অধিকাংশ মানুষ জুলাই অভ্যুত্থান ভুলে যেতে বসেছে : সারজিস রাজনীতিবিদরা ৫৩ বছরে সংস্কার করলেন না কেন প্রশ্ন উপদেষ্টা রিজওয়ানার আইনের শাসন ও স্বাধীন বিচার বিভাগ গড়ে তুলতে হবে: তারেক রহমান আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে : জামায়াত আমির ‘২৩ সালে সন্ত্রাসবাদের নামে রাজনৈতিক নেতাদের আটক করা হয়’ ৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু পঞ্চগড়ে তাপমাত্রা ৮.৪ ডিগ্রি, বইছে মৃদু শৈত্যপ্রবাহ প্রাথমিকের শিক্ষকদের ‘সুখবর’ দিয়ে হাসনাত আব্দুল্লাহর পোস্ট

শহীদ আবু সাঈদ হত্যা মামলার আসামিদের গ্রেফতার দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর ব্যুরো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত শহীদ আবু সাঈদ হত্যা মামলার আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শহীদ আবু সাঈদের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন- সমন্বয়ক শামসুর রহমান সুমন, রাকিব মুরাদ, রহমত আলী, ফাহিম ইয়ালমিন, আশিকুজ্জামান জয়, জাহিদ হাসান জয় প্রমুখ।

এসময় ইংরেজি বিভাগের শিক্ষার্থী সুমন সরকার বলেন, আবু সাঈদ হত্যার চার মাস পার হলেও মামলার এজাহারভুক্ত ছাত্রলীগের ৮৪ জনের মধ্যে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সাবেক প্রক্টরকে গ্রেফতার করলেও আবু সাঈদ হত্যার সাথে সরাসরি জড়িত লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মন্ডল আসাদ ও গণিত বিভাগের শিক্ষক মশিউর রহমানকে গ্রেফতার করতে পারেনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রহমত আলী বলেন, আবু সাঈদ হত্যায় জড়িতদের পুলিশ দ্রুত সময়ে গ্রেফতার না করলে ছাত্র-জনতা রংপুরের পুলিশকে মেনে নেবে না। আমরা পুলিশের উদ্দেশে বলতে চাই, সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে রংপুরের মাটিতে কোনো পুলিশের জায়গা হবে না।

রংপুরে তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, মানববন্ধন থেকে হুঁশিয়ারি করে দিতে চাই, দ্রুত সময়ে আসামিদের গ্রেফতার করা না হলে পুলিশের বিরুদ্ধে কঠোর কর্মসূচি দেবে সাধারণ শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাকিব বলেন, ফ্যাসিস্ট সরকারের অনুগতরা পুলিশ প্রশাসনে বহাল থাকায় আসামিরা এখনো ধরা ছোঁয়ার বাইরে থেকে গেছে। আবু সাঈদ হত্যার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা জড়িত তাদেরও আইনের আওতায় আনতে হবে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ