ফেনী প্রতিনিধি
ফেনীতে দাবিকৃত ১২ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে বন্ধুর ছোট ভাই আহনাফ আল মাঈন নাশিত (১০) নামে এক শিশুকে খুন করলো অপহরণকারীরা। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার দেওয়ানগঞ্জ এলাকার একটি ডোবা পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।
ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ আশরাফ হোসেন তুষার (২০), মোহাম্মদ মোবারক হোসেন ওয়াসিম (২০) ও ওমর ফারুক রিফাতকে (২০) গ্রেফতার করে।
নিহত শিশু আহনাফ ফেনী শহরের একাডেমি এলাকার মাইন উদ্দিন সোহাগের ছেলে ও ফেনী গ্রামরা স্কুলের ৩য় শ্রেণির শিক্ষার্থী ছিল।
বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান পুলিশ সুপার হাবিবুর রহমান। তিনি বলেন, আহনাফ নাশিত গত ৮ ডিসেম্বর সহপাঠীদের সাথে ফেনী শহরের একাডেমি আতিকুল আলম সড়কে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট শেষে সে আর বাসায় ফিরে আসেনি। নিহত নাশিতের বড় ভাই নিশাতের বন্ধু তুষার ফুঁসলিয়ে সিএনজি চালিত অটোরিকশা করে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে রাত ১২টার দিকে অজ্ঞাত নাম্বার থেকে নাশিতের বাবা মাঈন উদ্দিন সোহাগের কাছে একটি নাম্বার থেকে ১২ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। মাঈন উদ্দিন এ ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে ফেনী মডেল থানায় ৮ ডিসেম্বর রাতে একটি অপহরণ মামলা করেন। এ ঘটনায় পুলিশ আসামি আশরাফ হোসেন তুষারকে আটক করে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ফেনীর দেওয়ানগঞ্জ থেকে নাশিতের লাশ উদ্ধার করে।