সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬


ড্রোন ও ল্যাপটপসহ আটক ২, তিন দিনের রিমান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরিশাল ব্যুরো

বরিশালের আগৈলঝাড়ায় বিদেশি মদ, ড্রোন এবং ল্যাপটপসহ আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার বরিশালের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিহাবুর রহমান তাদের রিমান্ড মঞ্জুর করেন।

যাদের রিমান্ডে নেয়া হয়েছে, তারা হলেন- বরিশালের উজিরপুর উপজেলার সাতলা আলমদি এলাকার বাসিন্দা প্রয়াত নবকান্ত রায়ের ছেলে নিত্যানন্দ রায় ও আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ বড় মগড়া গ্রামের বাসিন্দা ভক্তিরঞ্জন পান্ডের ছেলে হয় দিলিপ পান্ডে।

আদালতের সরকারি নিবন্ধন কর্মকর্তা (জিআরও) সহকারী উপ-পরিদর্শক মুনসুর আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৬ ডিসেম্বর আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের নির্মাণাধীন ম্যাটস ভবনের সামনে থেকে ওই দুইজনকে আটক করেন সেনাবাহিনীর সদস্যরা।

এসময় তাদের কাছ থেকে এক বোতল বিদেশি মদ, একটি ড্রোন ক্যামেরা, একটি ল্যাপটপ, একটি আইফোন, দুটি এন্ড্রয়েড ফোন, একটি বাটন ফোন ও নগদ ১৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করেন তারা। পরে তাদের আগৈলঝাড়া থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ওই দিন আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। সেই মামলায় গ্রেফতার দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা আগৈলঝাড়া থানার উপ- পরিদর্শক মিল্টন মন্ডল। বিচারক আবেদন গ্রহণ করে তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মিল্টন মন্ডল জানান, দুই জনকে মাদক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সেই মামলায় তিনদিনের রিমান্ডে আনা হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া ডিভাইসে কিছু গুরুত্বপূর্ণ আলামত পাওয়া গেছে। বিষয়টি অধিকতর তদন্তের স্বার্থে তাদের বিরুদ্ধে রিমান্ড চাওয়া হয়। সেখানে তথ্য প্রমাণ পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ