সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
জামায়াতের সঙ্গে মতভিন্নতা আছে, শত্রুতা নয়: মাওলানা ফজলুর রহমান মসজিদে নববীর ইমামকে মালদ্বীপে লালগালিচা অভ্যর্থনা মহানবীর আদর্শ অনুসরণ করলে আমাদের জীবন আলোকিত হবে : ধর্ম উপদেষ্টা বর্তমানে ‘উলূমুল হাদিস’-এর প্রয়োজনীয়তা বাংলাদেশের মতো সম্প্রীতি আশপাশের দেশে খুঁজে পাবেন না: ধর্ম উপদেষ্টা ‘গাজাবাসীর পাশে দাঁড়ানো উম্মাহর আবশ্যিক দায়িত্ব’ নারী কমিশনের প্রস্তাবে পতিত স্বৈরতন্ত্রের সুযোগ: গাজী আতাউর বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের স্বীকৃতি পেল মসজিদুল হারাম ‘সংস্কার কমিশনের সুপারিশ নারী সমাজের জন্য চরম অবমাননাকর’ নারী বিষয়ক সংস্কার কমিশন দেশকে অস্থিতিশীল করতে চায়: খেলাফত মজলিস

সিরায়া বিজয়ে সিরাজদিখানে সাধারণ জনতার আনন্দ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিরায়া বিজয়ে সিরাজদিখানে সাধারণ জনতা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা বাস স্ট্যান্ডে মিছিলের আয়োজন করা হয়।

অর্ধ শতাব্দীরও অধিক সময় ধরে লাখো সাধারণ সিরিয়ান জনতাকে খুন, গুম, অত্যাচার করে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নষ্ট করে স্বৈরাচারী আল আসাদ ও বাসার আল আসাদ। এভাবে ক্ষমতার আসন আঁকড়ে ছিল তার পতনে পুরো সিরিয়াবাসীদের মধ্যে যেই খুশির জোয়ার বয়ে যাচ্ছে। সেই খুশিতে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার সাধারণ মুসলিম জনতা আজ এক আনন্দ মিছিল আয়োজন করেন। যেখানে উপজেলার আলেম-উলামাসহ বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের পাশাপাশি স্কুল, কলেজ ও ভার্সিটি পড়ুয়া ছাত্র ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন সিরাজদিখান কেন্দ্রীয় মসজিদের সাবেক ইমাম ও খতিব মাওলানা নূরে আলম সিদ্দিকি, কাঠালতলী আদর্শ মহিলা মাদরাসার শিক্ষা সচিব  মুফতি জাকির হুসাইন আজিজী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজদিখান প্রতিনিধি মো. ইয়ামিন শেখ, শান্তি সংঘের সভাপতি মো. আল মামুন, ইছাপুরা ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মো. রনি শেখ, ভিএম রাব্বী, মারুফ শেখ, সচেতন ছাত্র সমাজের মধ্যে উপস্থিত ছিলেন মো. আবু রায়হান, মো. শাহপরান প্রমুখ।

পরবর্তীতে সিরিয়ার বর্তমান অবস্থার দ্রুত উন্নতি ও পুরো মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে সকলের মধ্যে মিষ্টি বিতরণের মাধ্যমে মিছিলের সমাপ্তি হয়।

এনএ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ