সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
জামায়াতের সঙ্গে মতভিন্নতা আছে, শত্রুতা নয়: মাওলানা ফজলুর রহমান মসজিদে নববীর ইমামকে মালদ্বীপে লালগালিচা অভ্যর্থনা মহানবীর আদর্শ অনুসরণ করলে আমাদের জীবন আলোকিত হবে : ধর্ম উপদেষ্টা বর্তমানে ‘উলূমুল হাদিস’-এর প্রয়োজনীয়তা বাংলাদেশের মতো সম্প্রীতি আশপাশের দেশে খুঁজে পাবেন না: ধর্ম উপদেষ্টা ‘গাজাবাসীর পাশে দাঁড়ানো উম্মাহর আবশ্যিক দায়িত্ব’ নারী কমিশনের প্রস্তাবে পতিত স্বৈরতন্ত্রের সুযোগ: গাজী আতাউর বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের স্বীকৃতি পেল মসজিদুল হারাম ‘সংস্কার কমিশনের সুপারিশ নারী সমাজের জন্য চরম অবমাননাকর’ নারী বিষয়ক সংস্কার কমিশন দেশকে অস্থিতিশীল করতে চায়: খেলাফত মজলিস

লালপুরে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস !

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুর রহমান আশরাফি, লালপুর

নাটোরের লালপুরে পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।  আগামী বুধবার (১১ ডিসেম্বর) শারীরিক শিক্ষা বিষয়ে পরীক্ষার প্রশ্নপত্র গত ৮ ডিসেম্বর শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। এতে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিভ্রান্তি ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে প্রণীত অভিন্ন প্রশ্নপত্র যাচাইপূর্বক শিক্ষার্থীদের মধ্যে বিতরণের নির্দেশনা দেয়া হয়েছিল এখানে চলমান বার্ষিক পরীক্ষায় রোববার (৮ ডিসেম্বর) চারুকারু ও সংগীত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। রোববার শিক্ষার্থীদের হাতে দেওয়া ওই প্রশ্নপত্রে তিনটি বিষয়ের প্রশ্ন ছিল। এর মধ্যে শারীরিক শিক্ষা বিষয়ের প্রশ্ন কেটে রাখার কথা থাকলেও তা না মেনে বিতরণ করা হয়। লালপুর উপজেলার কে এন সরকারি প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত প্রশ্নপত্রের সঙ্গে একই সময় তৃতীয় হতে পঞ্চম শ্রেণীর শারীরিক শিক্ষা বিষয়ে প্রশ্নপত্র শিক্ষার্থীদের মাঝে সরবরাহ করেন।

বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী অভিভাবক আবদুল্লাহ জানান, পরীক্ষার আগেই শিক্ষার্থীদের হাতে প্রশ্নপত্র দেওয়া এটা একটা দায়িত্বহীন কাজ। এটা একেবারে ঠিক হয়নি।

কে এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আয়েশা খাতুন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসা. নার্গিস সুলতানা জানান, বিষয়টি আমার জানা ছিল না। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নিব। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী এ ব্যাপারে জানান বিষয়টি নিয়ে উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলেছি।  সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। এরপর আশা করি সঠিক কারণ জানা যাবে।

এনএ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ