মিজবাহ উদ্দীন আরজু, মহেশখালী
মহেশখালী উপজেলার দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া আরবিয়া ইসলামিয়া গোরকঘাটার ২দিন ব্যাপী বার্ষিক সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল। মঙ্গলবার (১০ ডিসেম্বর) ও বুধবার (১১ ডিসেম্বর)।
জানা যায়, আগামীকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) বাদ ফজর থেকে জামিয়া ময়দানে এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় ২০২৪ শিক্ষাবর্ষে হিফজ সমাপ্তকারী ছাত্রদের দস্তারে ফজিলত (বিশেষ সম্মাননা পাগড়ী) প্রদান এবং ২০২৩ শিক্ষা বর্ষের বার্ষিক পরীক্ষায় প্রতি শ্রেণীতে যারা ১ম স্থান অধিকার করেছেন তাদেরকেও পুরস্কৃত করা হবে।
আলোচনা করবেন- মাওলানা উমর ফারুক সন্দীপী, মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ, মাওলানা মুফতি জসিম উদ্দিন, মাওলানা মুফতি রেজাউল করিম আবরার, মাওলানা হাফেজ ফরিদ আহমদ, মাওলানা মোস্তফা বিন নূরী, মাওলানা আনোয়ার আজহারী, মাওলানা হাফেজ নুরুল কাদের, মাওলানা বোরহান উদ্দিন, মাওলানা আবদুল্লাহ আল-মারুফ ও মাওলানা নেছারুল হক প্রমূখ।
ইতোমধ্যে সভার পূর্বপ্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জামিয়ার পরিচালক আমাদের প্রতিনিধিকে নিশ্চিত করেছেন৷ সভা সফল করার জন্য স্ববান্ধব উপস্থিতি কামনা করেছেন জামিয়ার পরিচালক মাওলানা আবদুল মুনয়েম ও নির্বাহী পরিচালক মাওলানা শামসুল আলম (জদীদ)।
এনএ/