সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
জামায়াতের সঙ্গে মতভিন্নতা আছে, শত্রুতা নয়: মাওলানা ফজলুর রহমান মসজিদে নববীর ইমামকে মালদ্বীপে লালগালিচা অভ্যর্থনা মহানবীর আদর্শ অনুসরণ করলে আমাদের জীবন আলোকিত হবে : ধর্ম উপদেষ্টা বর্তমানে ‘উলূমুল হাদিস’-এর প্রয়োজনীয়তা বাংলাদেশের মতো সম্প্রীতি আশপাশের দেশে খুঁজে পাবেন না: ধর্ম উপদেষ্টা ‘গাজাবাসীর পাশে দাঁড়ানো উম্মাহর আবশ্যিক দায়িত্ব’ নারী কমিশনের প্রস্তাবে পতিত স্বৈরতন্ত্রের সুযোগ: গাজী আতাউর বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের স্বীকৃতি পেল মসজিদুল হারাম ‘সংস্কার কমিশনের সুপারিশ নারী সমাজের জন্য চরম অবমাননাকর’ নারী বিষয়ক সংস্কার কমিশন দেশকে অস্থিতিশীল করতে চায়: খেলাফত মজলিস

জমিয়ত সভাপতি রায়পুরীর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সদ্য প্রয়াত সভাপতি, শায়খুল হাদীস আল্লামা মনসুরুল হাসান রায়পুরী রহ. এর মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

৭ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় সিলেট প্রেসক্লাবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরীর আহবায়ক হাফিজ মাওলানা খলিলুর রহমান এর সভাপতিত্বে এবং মহানগর জমিয়তের সদস্য সচিব মাওলানা আবু বকর সিদ্দিক সরকার ও দোয়া মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব হাফিজ শাব্বির আহমদ রাজির যৌথ পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে টেলিকনফারেন্সে দোয়া পরিচালনা করেন জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি জেনারেল আওলাদে রাসূল (সা.) মাওলানা সায়্যিদ আযহার মাদানী। 

আলোচনা সভা ও দোয়া মাহফিলে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন, ইসলামি ঐক্যজোটের চেয়ারম্যান এডভোকেট আব্দুর রকিব, জমিয়তের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী, মাওলানা আব্দুস সালাম রশিদী, জমিয়তের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক হাফিজ মু. রশীদ আহমদ, জমিয়তের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও জমিয়ত মনোনীত সুনামগঞ্জ-৩ আসনের প্ৰাৰ্থী সৈয়দ তালহা আলম, সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা হোসাইন আহমদ, হবিগঞ্জ জেলা জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি শায়খুল হাদীস মাওলানা আব্দুল কাদির হোসাইনী, বিশিষ্ট আলেম মুফতি মুশতাক আহমদ ফুরকানী, রায়পুরী রহ. এর সাহেবজাদা জামাল আহমদ ও মাওলানা সালেহ আহমদ সুহাইল, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাফিজ, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সদস্য সচিব মাওলানা এরশাদ খান আল হাবিব, জগন্নাথপুর পৌর জমিয়তের সদস্য সচিব শাহিনুর রহমান, সুনামগঞ্জ যুব জমিয়তের সদস্য সচিব মাওলানা সালিক আহমদ, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফেরদৌস রুম্মান, ছাত্র জমিয়ত সিলেট মহানগরীর আহবায়ক দেলওয়ার হুসাইন ইমরান, যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল নোমান, হাফিজ রেজাউর রহিম উসামা, সদস্য সচিব মিজানুর রহমান শিপু, ছাত্রনেতা কে এম খায়রুল ইসলাম, ছাতনেতা জুনাইদ আহমদ জুনেদ, বিশ্বজয়ী হাফিজ হোসাইন আহমদ প্রমুখ।

দোয়া মাহফিলে বক্তাগণ বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শায়খুল হাদিস আল্লামা মনসুরুল হাসান রায়পুরী রহ. ছিলেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতা ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্র সৈনিক। তিনি ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও দ্বীনি আলেম। একজন প্রসিদ্ধ ইসলামী পন্ডিত হিসেবে তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয়। রায়পুরী সব সময় ন্যায় ও ইনসাফের পক্ষে সোচ্চার ভূমিকা পালন করেছেন। তাঁকে হারিয়ে দেশ একজন গুণী আলেমকে হারিয়েছে। এ শূন্যস্থান সহজে পূরণ হবার নয়। আমরা তাঁর রূহের মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন।

হাআমা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ