সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
জামায়াতের সঙ্গে মতভিন্নতা আছে, শত্রুতা নয়: মাওলানা ফজলুর রহমান মসজিদে নববীর ইমামকে মালদ্বীপে লালগালিচা অভ্যর্থনা মহানবীর আদর্শ অনুসরণ করলে আমাদের জীবন আলোকিত হবে : ধর্ম উপদেষ্টা বর্তমানে ‘উলূমুল হাদিস’-এর প্রয়োজনীয়তা বাংলাদেশের মতো সম্প্রীতি আশপাশের দেশে খুঁজে পাবেন না: ধর্ম উপদেষ্টা ‘গাজাবাসীর পাশে দাঁড়ানো উম্মাহর আবশ্যিক দায়িত্ব’ নারী কমিশনের প্রস্তাবে পতিত স্বৈরতন্ত্রের সুযোগ: গাজী আতাউর বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের স্বীকৃতি পেল মসজিদুল হারাম ‘সংস্কার কমিশনের সুপারিশ নারী সমাজের জন্য চরম অবমাননাকর’ নারী বিষয়ক সংস্কার কমিশন দেশকে অস্থিতিশীল করতে চায়: খেলাফত মজলিস

ঘাটাইলে বিএনপির জনসভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩টায় উপজেলার ধলাপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ধলাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা হয়।

ধলাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তোহার সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মন্ত্রী ও আধুনিক ঘাটাইলের রূপকার বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আ.খ.ম রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুখ হোসেন ধলা, উপজেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মেহেরুন নাহার চৌধুরী লাকী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম দুলাল, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক খুররম মাসুদ সিদ্দিকী, পৌর যুবদলের সাবেক সভাপতি ৯নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম শহিদ, সাবেক ছাত্রনেতা শামীম মিয়া, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ সাগর, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসানুজ্জামান তরুন সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মাহবুবুর রহমান খান পালন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলালুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক ও দেওপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভূইয়া জামাল, সরকারি জি.বি.জি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস সাইফুল ইসলাম লাল মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইয়াছির আরাফাত শাওন, পৌর ছাত্র দলের সাবেক সভাপতি মুরাদ হাসান রুবেল, জিয়া মঞ্চ নেতা রিপনসহ ধলাপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃণমূলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হয়।


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ